ঢাকা

৫ বছর লিভ-ইনের পর বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ০৩:১০ পিএম


loading/img
অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন

প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক ছিল না পশ্চিমবঙ্গের তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের। দীর্ঘ ১৪ বছরের বেশি সময় ধরে ভালোবাসার বাঁধনে রয়েছেন তারা। গত পাঁচ বছর ধরে লিভ-ইন করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে এই জুটির বিয়ে নিয়ে সমালোচনার শেষ নেই টালিপাড়ায়।

বিজ্ঞাপন

কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? বহুদিন ধরেই এমন চর্চায় মেতেছেন নেটিজেনরা। এবার সব ধরনের গুঞ্জনকে পেছেনে ফেলে নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা দিয়েছেন ঐন্দ্রিলা। ইতোমধ্যে তারা বিয়ের কেনাকাটাও শুরু করেছেন বলে জানান অভিনেত্রী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে ঐন্দ্রিলা লেখেন— ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সব থেকে লম্বা পথ।’ 

বিজ্ঞাপন

কিন্তু ২০২৫ সালের কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারা। 

ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গয়না বেছে নিতে দেখা গেছে। অন্যদিকে, বিয়ের দিন সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে অঙ্কুশকে। 

এদিকে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেকেরে মুঠোফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। তবে ফোনে সাড়া দেননি তাদের কেউই।

বিজ্ঞাপন
Advertisement


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |