• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১
দিলজিৎ দোসাঞ্জ

যেখানেই শো করতে যান, সেখানেই কোনো না কোনো জটিলতা কিংবা বিতর্কের মুখে পড়তে হচ্ছে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। কয়েকদিন আগেই এক কনসার্টে মাদক নিয়ে কথা বলে তোপের মুখে পড়েন তিনি। এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে।

জানা গেছে, চণ্ডীগড়ে এক কনসার্ট করতে গিয়ে গায়কের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শব্দদূষণের অভিযোগ উঠেছে। মূলত এ কারণে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হবে দিলজিতকে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে কনসার্ট হওয়ার কারণে ৭৫ ডেসিবলের বেশি ছাড়িয়েছে শব্দদূষণের মাত্রা। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬ দশমিক ১ থেকে ৯৩ দশমিক ১ পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনিভাবে অপরাধ। ফলে দিলজিতের কনসার্টের আয়োজকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে গায়ককে।

এর আগে দিল্লিতে ‘দিল-লুমিনাটি’র প্রথম শো থেকেই দিলজিতকে নিয়ে বিতর্ক শুরু হয়। এ কারণে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে তাকে আইনি নোটিশও করা হলেও একদমই দমে যাননি তিনি। এরপর লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড়ে বিভিন্ন শোতে মঞ্চ মাতিয়েছেন তিনি।

‘দিল-লুমিনাটি’শো নিয়ে উন্মাদনার পাশাপাশি ভরপুর ছিল বিতর্কেও। ‘লেমোনেড’ও ‘পাঁচ তারা’গান দুটি নিয়েই শুরু হয় বিতর্ক। এ দিন মঞ্চে দাঁড়িয়ে প্রশাসনের চোখ রাঙানির বিরুদ্ধে জোর গলায় দিলজিৎ বলেন, আমাদের দেশের সব রাজ্যগুলোয় যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, পরদিন থেকেই ‘শরাবপি’গান আর গাইব না। প্রতিজ্ঞা করলাম।

এ ছাড়াও প্রশ্ন রেখে গায়ক বলেন, এটা কি কখনও সম্ভব হবে? আসলে এই ব্যবসায় লাভ অনেক বেশি। করোনায় যখন পুরো দেশ বন্ধ ছিল, তখনও মদের দোকান খোলা থেকেছে। অথচ এখন গান নিয়ে বড় বড় কথা। তরুণ প্রজন্মকে এত বোকা ভাববেন না। আমি তো অনেক ভক্তিগীতি গান করেছি, সেসব নিয়ে তো কথা বলে না। আমার শো যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি সেখানে মদ নিয়ে গান করব না।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই ফাউন্ডেশনে গেল রাহাত ফতেহ আলীর কনসার্টের টাকা
কনসার্টে নয় ক্রিকেটে বিনিয়োগ করুন, বিসিবিকে তামিম
রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি
বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত, কমানো হলো টিকিটের দাম