শ্রীদেবীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০৯:৫৮ এএম


শ্রীদেবীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
শ্রীদেবী

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীদেবী। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিনেত্রীর। যে রহস্য আজও উদঘাটন হয়নি। এবার শ্রীদেবীর মৃত্যু ঘিরে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য।  

বিজ্ঞাপন

জানা গেছে, পারিবারিক বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। দুবাইয়ে বিয়ের মূল অনুষ্ঠানের পর মুম্বাইয়ে ফিরে এসেছিলেন বনি কাপুর। কিন্তু স্ত্রীকে চমকে দেওয়ার জন্য ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি আবারও দুবাইতে অভিনেত্রীর হোটেলে যান বনি। স্বামীকে দেখে খুশি হন শ্রীদেবী। কিছুক্ষণ আড্ডাও দেন দুজনে। এরপর ডিনার বাইরে করার প্ল্যান করেন তারা। 

বাইরে যাওয়ার আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যান শ্রীদেবী। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় দরজায় ধাক্কা দেন বনি। তারপর পানি উপচে বাইরে চলে আসায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন তিনি। শ্রীদেবীকে দেখে চমকে যান বনি।

বিজ্ঞাপন

প্রথমে একাই তাকে বের করে আনার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ঘনিষ্ঠ এক বন্ধুকে ফোন করেন। শ্রীদেবীর মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। শুরু হয় মামলার তদন্ত। আজও তার মিমাংসা হয়নি। সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে ২০০ কোটি টাকা পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। যদিও এই তথ্যের প্রমাণ মেলেনি।

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission