• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আগুনে ঘরহারাদের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে।

তারকাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী।

এদিকে, দাবানলের আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। অনেক তারকারা এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ তালিকায় আছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় পর্যুদস্ত ছয়টি দাবানলের অভিঘাতে কয়েক হাজার মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি ডলারেরও বেশি। এই অবস্থায় লস অ্যাঞ্জেলেসের ঘরহারাদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন অভিনেত্রী। আগুনে ক্ষতিগ্রস্তদের কষ্ট ভাবাচ্ছে জোলিকে। তাই তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

অ্যাঞ্জেলিনা জোলির মতো দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী হ্যালি বেরি, তিনি ইনস্টাগ্রাম এক পোস্টে জানিয়েছেন, দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট। অনেকেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েও পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

এ ছাড়া বারব্যাংকভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, তারা দাবানলের ঘটনায় উদ্ধারকাজে ১ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ তহবিলগুলো আমেরিকান রেডক্রস, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংক ও অন্যান্য সংগঠনে জন্য বরাদ্দ থাকবে।

এমনকি প্যারামাউন্ট গ্লোবালের সহপ্রধান ব্রায়ান রবিনস, ক্রিস ম্যাককার্থি ও জর্জ চিকস জানিয়ে, কোম্পানিটি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশন, রেড ক্রস, ডিরেক্ট রিলিফ, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও বেস্ট ফ্রেন্ডস অ্যানিমেল সোসাইটিকে ১০ লাখ ডলার দান করবে।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন
লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়িয়ে পড়েছে নতুন এলাকায়
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
লস অ্যাঞ্জেলেসের দাবানল নেভাতে ছড়ানো হচ্ছে ‘গোলাপি পাউডার’