• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩
কোলাজ
ছবি: কোলাজ

ব্যান্ডের শহর বলা হয় বন্দর নগরী চট্টগ্রামকে। দেশের ব্যান্ড সংগীতের অনেক কালজয়ী ব্যান্ডের জন্ম চট্টগ্রামে। তাই এই শরহরে বলা চলে ব্যান্ডের শহর। সেই চট্টগ্রামেই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট।

চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।

কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়ছে, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল।

আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফ্লাওয়ার ফেস্ট’ মাতাবেন জেমস
কনসার্টে ১০ জন পদপিষ্ট, মুখ খুললেন সংগীতশিল্পী
‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান
প্রথমবারের মতো একক কনসার্টে মঞ্চ মাতাবে ব্যান্ড ‘সহজিয়া’