সন্ত্রাসী হামলার শিকার দিতিকন্যা লামিয়া

আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২০ পিএম


সন্ত্রাসী হামলার শিকার দিতিকন্যা লামিয়া
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া। তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন। পরে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন তিনি। 

বিজ্ঞাপন

এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন লামিয়া। এসময় তিনি বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।

লামিয়া বলেন, প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলেদিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। ওরা আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।

লামিয়া জানান, এখন থানায় গিয়ে অভিযোগ দায়ের করবো। মামি প্রীতি ও স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission