ঢাকা

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১২:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী যুক্ত আছেন শাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ শোবিজাঙ্গনের একঝাঁক তারকা। 

11_1723466517

বিজ্ঞাপন

সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। 

এর মধ্যে একটি ক্লিপ ছিল, যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়- আমি তাসকিনের পাশে দাড়াব না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো।

সেই ভিডিওক্লিপের মন্তব্যের ঘরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

ওই পোস্টে অভিযুক্ত ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন ওই ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান ‘সাজেদা ফাউন্ডেশনে’র কর্মী।

1742369807_2

অভিযোগের বিষয়ে জানতে পারলে এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেয়। তদন্ত শেষে রোববার (২৩ মার্চ)  সন্ধ্যায় রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করার কথা জানায় প্রতিষ্ঠানটি। বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। 

ওই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটিও শেয়ার করেছেন। 

তিনি লিখেছেন, আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তাঁরা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।

তিনি যোগ করেন, সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া।

e2da9a95d3e7307b5e0b3224ffc0692a9a83e31cfe987b3c

সবশেষ তিনি লিখেছেন, রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করেন, এভাবেই পরিবর্তন হতে পারে। যেকোনও অপরাধের বিরদ্ধে সবাই একসাথে মিলে প্রতিবাদ করুন।

আরটিভি/এএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |