ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঈদ ২০২৫

তারকারা কে কোথায় ঈদ করবেন

আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৬:৫৬ পিএম


loading/img
ছবি: কোলাজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে নানা আয়োজন। প্রিয়জনের সঙ্গে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফেরেন অনেকেই। আবার অনেকে ঢাকাতেই ঈদ করবেন। সেই তালিকায় আছে দেশের শোবিজ তারকারাও। এবারের ঈদ তারকারা কোথায় করবেন তাই নিয়েই আরটিভির এই প্রতিবেদন। 

বিজ্ঞাপন

শাকিব খান

এই ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে। এরইমধ্যে গান-টিজার থেকে দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়া গেছে। এবার ঈদ ঢাকাতেই করছেন এই নায়ক। 

বিজ্ঞাপন

শাকিব খান বলেন, বিশেষ কাজ না থাকলে আমি ঈদ ঢাকাতেই করি। কারণ প্রতি ঈদেই আমার ছবি মুক্তি পায়। তাই প্রতিটি ঈদই আমার জন্য বিশেষ। এবারো তার ব্যতিক্রম নয়। ঈদ এবার ঢাকাতেই করবো। অপেক্ষায় আছি দর্শকদের রেসপন্স পাওয়ার। 

অপু বিশ্বাস 

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার ছেলে জয়কে নিয়ে ঈদ করবেন ঢাকায়। 

বিজ্ঞাপন

তমা মির্জা 

পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করছেন নায়িকা তমা মির্জা। এবার তার অভিনীত দাগি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

তমা জানান, বাবা, মা ভাইয়ের সঙ্গে ঈদের সারাদিন কাটাবেন পাশাপাশি ঈদের ছবিগুলো দর্শকদের সঙ্গে দেখার ইচ্ছাও রয়েছে। 

আফরান নিশো

দ্বিতীয়বারের মতো ‘দাগি’ সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো। এই সিনেমা দিয়ে দুই বছর পর ফিরছেন তিনি বড় পর্দায়। এবার এই অভিনেতা ঈদ করছেন ঢাকাতেই।

সজল 

ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এরইমধ্যে বেশ এগিয়ে আছে  ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল।

সজল জানান, এবারের ঈদ তার জন্য অনেক বেশি স্পেশাল। তার ছবির পাশাপাশি অন্য নায়কদের আরও বেশ কিছু ছবি আসছে। ঢাকায় ঈদের নামাজের পর পরিবারকে সময় দিয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখবেন তিনি। 

শবনম বুবলী

এবার আমার দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। তাই ঈদটা এবারো আমার জন্য বিশেষ। ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছি এখন। আর ঈদেও সেই ব্যস্ততা চলবে। অধীর অপেক্ষায় রয়েছি ঈদের ছবি মুক্তির। দর্শকদের মতামতা জানার। 

সিয়াম  

এবার ঈদে সিয়াম অভিনীত জংলি ছবিটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে প্রচারণায় বেশ ঘাম জড়িয়েছেন এই নায়ক। ঈদে পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করছের সিয়াম। 

দিঘী

প্রতিবার পরিবারের সঙ্গেই ঈদ ঢাকায় ঈদ করেন অভিনেত্রী দিঘী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। 

দিঘী বলেন, প্রতিবারের থেকে এবারের ঈদটা আমার জন্য একটু আলাদা কেননা এবার ঈদে আমার অভিনীত ছবি জংলি মুক্তি পাচ্ছে। পরিবারের সঙ্গে সময় দিয়ে ঈদের আমার ছবির টিমের সঙ্গে হল ভিজিটে যাবো। 

নুসরাত ফারিয়া

এবার ঈদে আমার অভিনীত ‘জিন ৩’ সিনেমা মুক্তি পাচ্ছে। আমি খুব এক্সাইটেড ছবিটি নিয়ে। আমি অপেক্ষায় রয়েছি ছবিটি হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখার। তাই ঈদ ঢাকাতেই করা হবে। 

পরীমণি

আমার জন্য ঈদ মানে আমার পুত্র ও কন্যা। এবার আমার নানাভাইকে অনেক মিস করবো। কারণ তিনিই বড় হওয়ার পর আমার একমাত্র অভিভাবক ছিলেন। ঈদ এবার ঢাকাতেই করার পরিকল্পনা। 

স্পর্শিয়া

ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়ার এবারের ঈদ পরিকল্পনা ঢাকাকেন্দ্রিক। যদিও চেয়েছিলেন এবার যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ঈদ করতে, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হচ্ছে না। 

তিনি বলেন, পুরান ঢাকায় আমার ঈদের মজাই আলাদা। তবে এবার চেয়েছিলাম ইউএসে ঈদ করতে। কিন্তু ঢাকাতেই ফ্যামিলির সঙ্গে থাকব, বন্ধুদের সঙ্গে সময় কাটাব। আর ঈদের সিনেমাগুলো হলে গিয়ে দেখার প্ল্যান করেছি!

আরটিভি/এএ 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |