ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাচসাসের বর্ষবরণ ও কার্যালয় উদ্বোধন 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৮:২৭ পিএম


loading/img
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যালয় ঢাকার মগবাজারে উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) বাচসাসের বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সংস্কৃতি অঙ্গনের তারকা এবং কলাকুশলীদের নিয়ে কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংগঠনটির সাবেক সভাপতি আব্দুর রহমান।

প্রথমবারের মতো বাচসাসের স্বতন্ত্র কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বাংলা নববর্ষও উদযাপন করা হয়। কার্যালয় উদ্বোধন ও নববর্ষ উদযাপন উপলক্ষে  দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে বাচসাসের প্রবীণ ও নবীন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংস্কৃতি অঙ্গনের তারাকা, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা অভিনন্দন জানাতে আসেন। বাচসাস কার্যালয় এক মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

0007

আড্ডা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় বর্ণিল এই আয়োজনে প্রাণের সঞ্চার করে।

কার্যালয় নেওয়া নিয়ে সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এ স্বপ্ন পূরণ করার জন্য তারা বাচসাসের বর্তমান কমিটির ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য সাজু আহমেদ, হাফিজ রহমান প্রমুখ। এই আয়োজনের সহযোগিতায় ছিল এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |