পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের ২৫ কোটি রুপির মামলা

আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ১১:৫৯ এএম


অক্ষয় কুমার
ছবি: সংগৃহীত

অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরুর পর হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এই মামলা করা হয়।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তিনি পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন এবং প্রযোজকের আর্থিক ক্ষতি করেছেন।  

জানা গেছে, অক্ষয়, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় এপ্রিল মাসে হেরা ফেরি থ্রির শুটিং শুরু হয়। পরেশ রাওয়াল নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়ে দেন তিনি সিনেমায় কাজ করছেন। এমনকি একটি টিজারও শুট করেছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু সম্প্রতি তিনি জানান, এই সিনেমায় থাকছেন না। কোনো নির্দিষ্ট কারণ জানাননি অভিনেতা। কেবল সিনেমা না করার বিষয়টি ভক্তদের জানিয়েছেন।

প্রসঙ্গত, অক্ষয় কুমারের ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো সহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন। এর আগেও পরেশ রাওয়ালের এমন আচরণের নজির আছে। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড টু’ না করে দেন। এমনকি ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও সরে দাঁড়ান পরেশ রাওয়াল।

‘হেরা ফেরি’ সিরিজের ভক্তদের জন্য এই খবর হতাশাজনক। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের বহু সংলাপ মিম হয়ে জনপ্রিয়তা পেয়েছে। পরেশ রাওয়ালের এই আচরণকে ভালোভাবে নিচ্ছেন না ভক্তরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission