সাগর-রুনির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৬:৩৮ পিএম


সাগর-রুনির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি নিয়ে যা জানা গেল
ছবি: কোলাজ

আলোচিত সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে নির্মাতা রায়হান রাফী তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। গত বছর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে তা আটকে যায়। অবশেষে প্রায় দেড় বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ‘অমীমাংসিত’। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞাপন

দেশের সেই ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সেন্সর বোর্ড থেকে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দেওয়া হয়েছিল। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়ার পর আবার আপিল করা হয়। এরই মধ্যে ছাড়পত্র দিয়েছেন বোর্ডের সদস্যরা। শিগগির মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।

‘অমীমাংসিত’ শুটিং শুরুর পর জানা গিয়েছিল, এটি তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে। তখনই অনেকে ধারণা করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও স্পষ্ট হয়। টিজার প্রকাশের পর নড়েচড়ে বসে তৎকালীন সেন্সর বোর্ড। জানিয়ে দেওয়া হয়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছর এপ্রিলে সেন্সর বোর্ড জানিয়ে দেয়, সিনেমাটি প্রদর্শনীর যোগ্য নয়।

বিজ্ঞাপন

সিনেমার নির্মাতা, কলাকুশলীসহ সিনেমাসংশ্লিষ্টরা সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। প্রশ্ন উঠেছিল, ওটিটি কনটেন্টকে কি তাহলে এখন থেকে নিতে হবে সেন্সর ছাড়পত্র?

বিগত সরকারের পতনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এতে অমীমাংসিতসহ আটকে থাকা সিনেমাগুলো খুঁজে পায় আশার আলো। ছাড়পত্র পাওয়ার জন্য আপিল করে ‘অমীমাংসিত’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। সেই পরিপ্রেক্ষিতেই মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি।

‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission