সময়ের অন্যতম আলোচিত মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। এই নতুন ছবির নাম ‘বয়ফ্রেন্ড’। তার বিপরীতে আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। এরই মধ্যে ছবির একটি গানের শুটিং হয়েছে। আগামী ১ জুলাই থেকে ছবিটির টানা শুটিং হবে।
নতুন ছবির ব্যাপারে সৌমি আরটিভি অনলাইনকে বলেন, শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। বড় পর্দায় শুরুতেই এমন বড় বাজেটের একটি ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে আমার। এটি সত্যি ভালো লাগার। আমি চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে অভিনয় করার।
তাসকিনের নায়িকা হওয়া প্রসঙ্গে সৌমি বলেন, আমরা একটি গানের শুটিং করেছি। তাসকিন ভীষণ ট্যালেন্টেড। একাধারে গায়ক, অভিনেতা। অনেক গুণ আছে তার। প্রথম পরিচয়ে মুঠোফোনে সে আমার ছবি এঁকে দিয়েছে। আমাদের জুটি দর্শকরা পছন্দ করবেন আশা করছি।
--------------------------------------------------------
আরও পড়ুন : অসুস্থ ইরফানের পাশে শাহরুখ
--------------------------------------------------------
জানা গেছে, ‘বয়ফ্রেন্ড’ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নিরঞ্জন বিশ্বাস ও কলকাতার নেহাল দত্ত। ছবিটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীর বিষয়ে শিগগিরই মহরতের মাধ্যমে জানানো হবে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন সৌমি। এরপর টেলিভিশন নাটকে ব্যস্ত হয়ে পড়েন। চলো হারিয়ে যাই, নগর জোনাকিসহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে সৌমি অভিনীত ‘ভিনদেশী তারা’ নামে একটি টেলিফিল্ম এবং ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ব্রেক ফেল থ্রি’ প্রচারিত হয়েছে।
আরও পড়ুন :
এম/এসআর