ঢাকা

আরটিভিতে দীপু হাজরার ‘চেহারা’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০১ আগস্ট ২০১৮ , ১০:৩৭ এএম


loading/img

মাসফি ও কাজলের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়েও ঠিক হয়ে আছে। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরাতে চায় আজরা নামে একজন। সেও মাসফিকে ভালোবাসে। তবে সেটা আজরার তরফ থেকে এক তরফা। কাজল বেশ বিনয়ী মেয়ে, যা দেখে মুগ্ধ হয় মাসফি।

বিজ্ঞাপন

দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের অনুষ্ঠান ও সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতে ঘটে বিপত্তি। কারণ কাজলের আচার-আচরণ পুরোই বিপরীত মুখী। কথা বার্তায় ও আগের মতো মিল নেই। মাসফি তার পরিবার বেশ বেকায়দায় পড়ে যায়।

তাদের ধারণা এই মেয়েটি আসল কাজল নয়। কাজল রূপে অন্য কেউ। তাহলে আসল কাজল কে? এভাবেই চলতে থাকে ‘চেহারা’ নাটকের গল্প।

বিজ্ঞাপন

আহসান হাবিব সকালের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, রওনক হাসান, সুমাইয়া শিমু, নাফিজা চৌধুরী নাফা, মীর শহীদ, রাশেদা রাখী, রবিন, সোহানা সীমা, খালেদ সোহান, নিথর মাহবুব প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন খালেদ সোহান।
---------------------------------------------------------------
আরও পড়ুন  : সালমানের ‘সুন্দরী’ কে?
---------------------------------------------------------------

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচারিত শুরু হবে।

বিজ্ঞাপন
Advertisement

এম/পি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |