ঢাকা

আসছে শম্পার ‘গোয়েন্দাগিরি’

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ , ০৬:৫৬ পিএম


loading/img
ছবি সংগৃহীত

চিত্রনায়িকা শম্পা হাসনাইন অভিনীত ‘গোয়েন্দাগিরি’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নাসিম সাহনিক।

বিজ্ঞাপন

ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শম্পা। তিনি বলেন, ‘বিনা বাধায় ছবিটি সেন্সর ছাড় পাওয়ায় আমি আনন্দিত। চলচ্চিত্রটিতে আমি শখের গোয়েন্দা থাকি। গল্পটি সুন্দর। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

-------------------------------------------------------
আরও পড়ুন : অর্ধেক এগুলো শাকিবের ‘একটু প্রেম দরকার’​
-------------------------------------------------------

বিজ্ঞাপন

শিগগিরই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। এ ব্যাপারে নাসিম সাহনিক জানালেন, দ্রুতই ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন তারা। গোয়েন্দাগিরি তার প্রথম সিনেমা। এই সিনেমায় এক দল শখের গোয়েন্দার সাহসী অভিযান দেখানো হয়েছে। থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্স-ফিকশনের ছোঁয়াও রয়েছে।

ছবির গল্পে দেখা যাবে, একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যায়। তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কেউবা তিন গোয়েন্দা কিংবা জেমস বন্ড। তাদের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পড়ে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এ বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে শখের গোয়েন্দারা। নানান ঘটনায় এগিয়ে যায় ছবির গল্প।

বিজ্ঞাপন
Advertisement

শম্পা ছাড়া আরও অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরীসহ অনেকে। ২০১২ সাল থেকে চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হয়। তবে ২০১৬ সালে শুটিং শুরু করে ২০১৭ সালে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় এর কাজ শেষ হয়।

আরও পড়ুন :

এম/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |