ঢাকা

‘সাপলুডু’ সিনেমার শুটিং শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ , ০৭:১৮ পিএম


loading/img

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’ সিনেমার শুটিং শুরু হয়েছে আজ শনিবার। প্রথম লটের শুটিং-এ অংশ নিচ্ছেন নায়ক আরিফিন শুভ। এখন মানিকগঞ্জে শুটিং চলছে। আগামী চারদিন সেখানে ছবির শুটিং হবে।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নন্দিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। ‘সাপলুডু’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। ‘সাপলুডু’ ছবিতে শুভর নায়িকা হিসেবে আছেন গ্ল্যামারাস বিদ্যা সিনহা মিম।

বিজ্ঞাপন

অন্যদিকে এ ছবিতে একজন নেতার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প। পুরো ছবির শুটিংও দেশের বিভিন্ন লোকেশনে।

-------------------------------------------------------
আরও পড়ুন : চলচ্চিত্র নির্মাতাকে কেন কাঁদতে হবে?
-------------------------------------------------------

অ্যাকশন থ্রিলারধর্মী ‘সাপলুডু’। পরিচালকের ভাষ্য, একটি তারকাবহুল ছবি হতে যাচ্ছে এটি। দেশীয় চলচ্চিত্রে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম নির্মাণ হয়ে থাকে। তাইতো গল্প ও নির্মাণে নতুন চমক রাখার চেষ্টা থাকবে। আর এটা আমার পরিচালিত প্রথম কোনও চলচ্চিত্র। ফলে ভালো কিছু উপহার দেয়ার প্রচেষ্টা থাকবে।

বিজ্ঞাপন

এদিকে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন :

এম/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |