ঢাকা

ক্ষমা চেয়েছেন করণ জোহর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ , ০১:১০ পিএম


loading/img

কফি উইথ করণ শো-তে অংশ নিয়ে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন ভারতীয় দুই ক্রিকেটার। আর এরই জের ধরে ক্রিকেট বোর্ড থেকে দুই খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলের চোখে এখন ধূসর স্বপ্ন। তবে এই পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানের উপস্থাপক করণ জোহর।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইটি নাও-কে দেয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমার নিজেকে ভীষণ দায়ী মনে হচ্ছে। কারণ এটা আমার শো-তে হয়েছে। আমার প্ল্যাটফর্ম। আমি তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে ভুল-ত্রুটি যা-ই হোক, তার দায়ও আমার। আমি অনেক রাত ঘুমোতে পারিনি। শুধু এটা ভেবে যে, তাদের এই অপরিসীম ক্ষতি আমি কীভাবে পূরণ করব? আমার কথা কে শুনবে? জল বহু দূর গড়িয়েছে। এখন সব কিছুই আমার আয়ত্তের বাইরে।’

বিতর্কের জেরে শুধু বরখাস্ত না, ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। এমনকি, জিমখানা ক্লাব থেকে হার্দিক পাণ্ডিয়ার সদস্যপদ প্রত্যাহার করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রাহুল ও পাণ্ডিয়ার মন্তব্যের নিন্দা করেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বলেছেন তাঁর দল এ ধরনের মন্তব্য সমর্থন করে না। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য বলেছেন, ‘মানুষ মাত্রই ভুল করে। এটা নিয়ে বেশি আর না এগোনোই ভালো।’

কফি উইথ করণ এর সিজন ৬-এ বসে বিতর্কমূলক মন্তব্য করেছিলেন হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুল। তবে এ প্রসঙ্গে করণ বলেন, ‘আমি নিজের পিঠ বাঁচাচ্ছি না। আমি তাদের যে প্রশ্ন জিজ্ঞেস করেছি, তা সবাইকেই করি, এমনকি মহিলাদেরও। অতিথিরা কী উত্তর দেবেন, তা কখনও আমার উপর নির্ভর করে না। ১৬-১৭টি মেয়েকে নিয়ে আমাদের কন্ট্রোল রুম। পুরো শো-টা নারীদের দ্বারা পরিচালিত হয়। সেখানে আমিই একমাত্র পুরুষ। তবে ওই সময় কেউই আমায় বলেনি যে, ‘করণ, এটা ঠিক ছিল না।’

তবে সব কিছুর জন্য ক্ষমা চাইলেন করণ। তিনি বলেন, প্রশ্নও উঠেছে আমি নাকি টিআরপি-র জন্য এসব করে থাকি। আমি টিআরপি নিয়ে মোটেও ভাবি না। এ বিতর্কের শেষ কোথায় প্রশ্নের জবাবে করণ বলেন, ‘আমি ক্ষমা চাইছি। কারণ ঘটনাটা আমার প্ল্যাটফর্মেই ঘটেছে। ছেলে দুটো ইতিমধ্যেই তার মূল্য চুকিয়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

আরো পড়ুন:

জিএ/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |