‘যদি একদিন’ দেখার আহ্বান জানালেন নায়ক সিয়াম

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ , ০১:১০ পিএম


‘যদি একদিন’ দেখার আহ্বান জানালেন নায়ক সিয়াম

‘এই মুহূর্তে আমাদের দেশে পরিবার নিয়ে দেখার মতো পরিচ্ছন্ন ছবি দরকার। ‘যদি একদিন’ তেমনি একটি চলচ্চিত্র। ছোট ছোট অভিনয়গুলো খুব ভালো লেগেছে। আর রাজ ভাইয়ের (মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ) আগের যেকোনো ছবির চেয়ে এটি ভালো চলচ্চিত্র হয়েছে। ছবিটি সবাই সিনেমা হলে এসে দেখবেন। ভালো লাগা মন্দ লাগা সিনেমা দেখে মতামত দিন।’ কথাগুলো বলছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর ব্লকবাস্টার-এ (যমুনা ফিউচার পার্ক) ‘যদি একদিন’ ছবির বিশেষ প্রদর্শনী দেখতে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সিয়াম। ছবিটি দেখার পর তিনি দর্শকদের উদ্দেশে যদি একদিন দেখার আহ্বান জানান।

গেল ৮ মার্চ সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যদি একদিন’ছবিটি। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আজ শুক্রবার আরও ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে ‘যদি একদিন’ একযোগে ৩৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

-------------------------------------------------------
আরও পড়ুন : ‘আমার কাছে ছবিটি দেখে ভালো লেগেছে’
-------------------------------------------------------

বিজ্ঞাপন

অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ।

আরও পড়ুন :

এম/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission