অন্তর্জালে ‘জংলি’র টিজার, ভিন্ন কিছুর ইঙ্গিত

আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০১:০৪ পিএম


অন্তর্জালে ‘জংলি’র টিজার, ভিন্ন কিছুর ইঙ্গিত
ছবি: সংগৃহীত

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। এবার সেই কাতারে যুক্ত হলো সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার টিজার। প্রকাশ পাওয়া টিজারটিতে ভিন্ন কিছুর ইঙ্গিত পেয়েছে দর্শকরা। 

বিজ্ঞাপন

JONGLI_TEASER_1741873658

সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে দেখা গেছে, পরোনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, লম্বা চুলদাড়ি! সেইসঙ্গে অ্যাকশন আঙ্গিকে হাজির হয়েছেন সিয়াম।

বিজ্ঞাপন

এর আগে ‘জংলি’-এর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবীর সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই আসে জবাব, ‘পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি’!

সিয়াম_1_20250314_111315965

এদিকে, ‘জংলি’ প্রসঙ্গে সিয়াম আগেই জানিয়েছিলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।

বিজ্ঞাপন

Untitled-1

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission