ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আরটিভির বিশেষ নাটক ‘বারুদ’-এ ফেরদৌসী মজুমদার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ৩০ মার্চ ২০১৯ , ০৬:০৬ পিএম


loading/img

বেসরকারি টেলিভিশন আরটিভি ‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ২০১৯’ উপলক্ষে কয়েকটি নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটি নাটক নির্মাণ করেছেন নারী নির্মাতা চয়নিকা চৌধুরী। নাটকের নাম ‘বারুদ’।

বিজ্ঞাপন

জানা গেছে, ইফফাত আরেফিন মাহমুদ রচিত গল্পে নির্মিত হয়েছে ‘বারুদ’। নাটকে অভিনয় করছেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, জাকিয়া বারী মম, এফ এস নাঈম, দীপা খন্দকার, শাহেদ আলী, সামিয়া মোহসিনসহ অনেকে। 

‘বারুদ’ নাটকের মাধ্যমে বছরখানেক পর টেলিভিশনে অভিনয়ে ফিরলেন ফেরদৌসী মজুমদার। গেল বছর মা দিবসে একটি টিভি নাটকে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে।

বিজ্ঞাপন

এতদিন পর নাটকে কাজ করা প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, আমি চিত্রনাট্য না পড়ে কাজ করি না। চিত্রনাট্য পড়ার পর যদি পছন্দ হয়, বিশেষ কিছু পাই, তখন কাজ করি। চয়নিকার অনেক নাম-ডাক শুনেছি। চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে আমার। কাজটি করেও খুব ভালো লেগেছে।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আগামী ২০ এপ্রিল বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯ (অনূর্ধ্ব–১৯)-এর উদ্বোধন হবে। এ উপলক্ষে ‘এগিয়ে যাবার নেই মানা’ স্লোগানে আরটিভি ২০ থেকে ২৭ এপ্রিল সাতটি বিশেষ নাটক দেখাবে। ‘বারুদ’ সেই সাতটি নাটকের একটি।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |