দেশের জনপ্রিয় বরেণ্য দুই তারকা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। শিগগিরই মঞ্চে একসঙ্গে দেখা যাবে গুণী এই তারকাদম্পতিকে। নাট্যদল থিয়েটারের প্রযোজনায় বিশ্বখ্যাত নাট্যকার এ আর গার্নির ‘লাভ লেটারস’-এ পাঠ্যাভিনয় করবেন তারা।
এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা। ‘লাভ লেটারস’ অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং এর নির্দেশনায় রয়েছেন ত্রপা মজুমদার।
রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ৫ ও ৬ মে সন্ধ্যা ৭টায় নাটকের প্রথম ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, ‘লাভ লেটারস’ নাটকটি বিশ্বের অগণিত মানুষের মনে নাড়া দিয়েছে। এখানে দু’জন মানুষের ভালোবাসার কথোপকথনের মধ্যদিয়ে আবেগ জড়িত অনেক বিষয় উঠে এসেছে। তাই বাংলা ভাষায় এর রূপান্তর। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।
নতুন এই প্রযোজনা নিয়ে ত্রপা মজুমদার বলেন, ‘লাভ লেটারস’ নাট্যকার এ আর গার্নির এক অনবদ্য সৃষ্টি। এ ছাড়া বরেণ্য অভিনেতা আলী যাকেরের মঞ্চে ফেরার ভীষণ ইচ্ছা ছিল। মূলত ফেরদৌসী মজুমদারের সঙ্গে তার অভিনয়ের ইচ্ছা পূরণের জন্যই এ নাটকের ভাবনা।
তিনি আরও বলেন, আলী যাকের যখন ভীষণ অসুস্থ ছিলেন, তখন খুব বেশি পরিশ্রম করা সম্ভব ছিল না তার পক্ষে। তাই এমন একটি প্রযোজনা নিয়ে ভাবা হয়েছিল, যেখানে তাকে একদমই কম পরিশ্রম করতে হবে। কিন্তু নাটকের কাজ শুরু করতে না করতেই আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
তবে পরবর্তী সময়ে ‘লাভ লেটারস’ নাটকের মাধ্যমে দলের বরেণ্য দুই অভিনয়শিল্পী রামেন্দু-ফেরদৌসী মজুমদারকে সম্মান জানানোর পরিকল্পনা করি। তারই ধারাবাহিকতায় এই প্রযোজনা।
সেই সঙ্গে বর্ষীয়ান এ দুই শিল্পীর পাঠ্যাভিনয় দর্শককে মুগ্ধ করবেন বলে আশা ব্যক্ত করেন ত্রপা।