ঢাকা

সারাদেশের সিনেমা হলে যাবে ‘সাপলুডু’ টিম

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ , ০৯:৫২ পিএম


loading/img

এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। সুদর্শন নায়ক আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটি নিয়ে হৈচৈ চলছে। ‘সাপলুডু’ নিয়ে আশাবাদী ছবির পরিচালক থেকে শুরু করে শিল্পী কলাকুশলী সবাই।

বিজ্ঞাপন

গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবির শিল্পীরা মুক্তির দিন থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শন করবেন। এছাড়া বেশ কয়েকটি সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করবেন শিল্পীরা। মুক্তির দিন অর্থাৎ আগামী শুক্রবার রাজধানীর বলাকা সিনেমা হলে প্রথম শো দেখতে যাবেন আরিফিন শুভ। নায়ক নিজেই প্রথম শো দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।

বিজ্ঞাপন

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |