চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা 'কালা আজিজ' (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। রাতেই মরহুমের গোসল সম্পন্ন হয়। জায়েদ খান বলেন, মরহুম কালা আজিজ ভাইয়ের লাশের গোসল সম্পূর্ণ হয়েছে। তার পরিবারের ইচ্ছা অনুযায়ী কাওলা বাসভবনের নিকটে রোববার সকাল ৯টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।
জানা যায়, কালা আজিজ দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।
সহকর্মীদের কাঁধে কালা আজিজের মরদেহ
প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। কমান্ডার, যদি বউ সাজো গো, ভণ্ড ওঝা, দিলদার আলী, রাজা ৪২০, ইতিহাস, ভালোবাসা আজকালসহ জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার বেশ খ্যাতি ছিল। সবশেষ তাকে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’সিনেমায় দেখা গেছে । চলতি মাসের প্রথম দিন মুক্তি পায় সিনেমাটি।
জিএ