চলে গেলেন জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৩৬ পিএম


চলে গেলেন জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উত্তমের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি মাসে লিভারের গুরুতর অসুখ ধরা পড়ে অভিনেতার। চিকিৎসার জন্য ভর্তি হন ভুবনেশ্বরের একটি হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন। অবস্থার অবনতি হলে দ্রুত উত্তমকে নিয়ে যাওয়া হয় দিল্লির হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। সবাইকে কাঁদিয়ে পরাপারের বাসিন্দা হলেন অভিনেতা।

১৯৫৮ সালের ২৩ ডিসেম্বর ওড়িশার বারিপদায় জন্মগ্রহণ করেন উত্তম মোহান্তি। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ করেন।
 
প্রথম সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন উত্তম। দীর্ঘ ক্যারিয়ারে ১৩০টি সিনেমায় অভিনয় করেছেন। ওড়িশার পাশাপাশি ৩০টি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেন তিনি। ‘নয়া জাহির’ নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন বরেণ্য এই শিল্পী।
 
উত্তম মোহান্তির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নিঝুম রাতি রা সাথি’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘কন্যাদান’,‘রজনীগন্ধা’ ইত্যাদি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission