ঢাকা

এক ঘণ্টার নাটক ও টেলিফিল্ম

আরটিভি স্টার অ্যাওয়ার্ডে কে হচ্ছেন শ্রেষ্ঠ পরিচালক?

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ , ০৭:০১ পিএম


loading/img

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে ৯ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

বিজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আরটিভিতে ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানগুলোর মধ্য থেকে নির্বাচিত সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পীকে দেয়া হবে অ্যাওয়ার্ড।

নাটকের বিভিন্ন বিভাগের মধ্যে অন্যতম ‘এক ঘণ্টার নাটক ও টেলিফিল্ম’। স্টার অ্যাওয়ার্ডে এই বিভাগে এবার শ্রেষ্ঠ পরিচালকের মনোনয়ন পেয়েছেন 'শহরে ভালোবাসা নেই' নাটকের জন্যে মহিদুল মহিম, 'আশ্রয়'র জন্য মাবরুর রশীদ বান্নাহ, 'ক্রসরোড'র জন্যে রুবায়েত মাহমুদ, 'যমজ ১২'র জন্য আজাদ কালাম, 'তমোহর' নাটকের জন্য চয়নিকা চৌধুরী এবং 'স্বপ্ন দেখি আবারো'র জন্য মাহমুদুর রহমান হিমি।

বিজ্ঞাপন

অনলাইন ভোটের নিয়মাবলী

https://staraward.rtvonline.net এই ঠিকানায় গিয়ে ভোট দিতে তারকাদের ছবির উপর ক্লিক করুন। নাটক গুলো দেখতে নাটকের নামের উপর ক্লিক করুন। প্রতিটি ক্যাটাগরি থেকে একটি ছবি ক্লিক করে নির্বাচন করুন। নিচে দেয়া ফাঁকা ফরমটিতে আপনার সঠিক ইমেইল, মোবাইল এবং একটি আট (৮) ডিজিট যেকোনো পাসওয়ার্ড দিন। ফরমটি পূরণ করে নিবন্ধন ও ভোট প্রদান সম্পন্ন বাটনটিতে ক্লিক করুন।

আপনার ভোট প্রদান শেষে আপনি ‘আপনার মূল্যবান ভোট প্রদান সম্পন্ন হয়েছে’ এমন একটি সবুজ রঙের লেখা দেখতে পাবেন।

বিজ্ঞাপন

ভোট দেয়ার শেষ সময় ২৭ ডিসেম্বর ২০১৯ রাত ১১ টা ৫৯ মিনিট।

জিএ/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |