ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গায়ক-সঙ্গীত পরিচালক রাফাতের যত প্রিয়

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৬ জানুয়ারি ২০২০ , ১২:৩৯ পিএম


loading/img
শাহরিয়ার রাফাত

প্রিয়ারে, বুকের ভেতর চিনচিন ব্যথা, মনতো  সুফিয়ানা, সাইয়া, শিরোনামে জনপ্রিয় গানগুলোর পেছনের মানুষের নাম শাহরিয়ার রাফাত। এই গায়ক শ্রোতাদের হৃদয়ের মণিকোঠায় নিজের জায়গা করে নিয়েছেন আগেই। বর্তমানে চলচ্চিত্রেও গান ও সঙ্গীত পরিচালনা দুটো কাজই করছেন। মায়াবিনী ছবির মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হয় তার। এরপর শাকিব খানের ঠোঁটে রাফাতের কণ্ঠে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই নায়কের ‘ক্যাপ্টেন খান’ছবির টাইটেল গানেও শোনা গেছে রাফাতের কণ্ঠ। হালের এই ব্যস্ত শিল্পী ও সঙ্গীত পরিচালকের প্রিয় যত বিষয় আরটিভি অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

শখ- গান শোনা

অবসর- সিনেমা দেখা

বিজ্ঞাপন

প্রিয় লেখক- শেখ সাদী

প্রিয় খাবার- ভাত, মাছ, ডাল

পছন্দের ড্রেস- পাঞ্জাবী, টি শার্ট

বিজ্ঞাপন
Advertisement

ভ্রমণ/ ঘোরাঘুরি-বন্ধুদের সাথে ঘোরা

প্রিয় ব্যক্তিত্ব- মা

প্রিয় অভিনেতা/অভিনেত্রী- সালমান শাহ ও সালমান খান ও নয়নতারা

প্রিয় মুভি- সুলতান / ছুটির ঘন্টা / ট্রান্সপোর্টার

প্রিয় বই- হিমু

প্রিয় বচন- মনতো সুফিয়ানা

প্রিয় সুগন্ধি- বেলী

সানগ্লাস ব্র্যান্ড-  রে- বান

ঘড়ি- রোলেক্স

প্রিয় মুহূর্ত- ছেলে নিয়ে ঘুরতে

প্রিয় ফুল- হাসনাহেনা

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |