• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

তাহসানের ভক্তের অবাক কাণ্ড, আঁকলেন ৭২০০টি ছবি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৬
তাহসান
রাকিবের আঁকা ছবিতে তাহসান

গায়ক-নায়ক তাহসান খান। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত তার। এবার তাহসানের এক পাগল ভক্তের খোঁজ মিললো। ওই ভক্তের নাম রাকিব সানকে। তার পৈতৃক বাড়ি ঢাকার কামরাঙ্গীর চরে। তবে জন্ম জার্মানিতে সেখানেই বসবাস করেন তিনি। এই ভক্ত এক বছরে নিজে হাতে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি আঁকলেন।

ওই ভক্ত বলেন, গত এক বছরে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি এঁকেছি। ‘অভিমান আমার’ অ্যালবামের পোস্টার এঁকে ফেসবুকে পোস্ট করার পর তাহসান ভাই কারও মাধ্যমে দেখতে পান। এরপর নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন, যা আমাকে উৎসাহ জোগায়।

তিনি জানান, একটি ছবি আঁকতে তার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমনও দিন গেছে, ৫০টি ছবি এঁকেছেন। এসব ছবি সংগ্রহের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করেন তিনি।

বর্তমানে রাকিব সানকে এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে তাহসানের ছবি আঁকছেন। এছাড়া ২২০টি ছবির একটি অ্যালবাম করছেন। এগুলো তাহসানের হাতে তুলে দিতে চান তিনি।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর...
গণতন্ত্রের পথে সরকারের প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস মার্কিন দূতের
নরসিংদীতে ভারতীয় ২ কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ১
ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে কবুল হয়