ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

এবার ইংরেজি গান গেয়ে নেটিজেন মাতালেন ফারিণ

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৯:৩৬ এএম


loading/img
তাসনিয়া ফারিণ

অভিনয় ও নাচের পাশাপাশি গানেও বেশ পারদর্শী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে সেই দক্ষতা প্রমাণ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে নেটিজেনেদের মাঝে ঝড় তুলেছেন ফারিণ।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন ফারিণ। সেখানে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’গানটি শোনা যায় তার কণ্ঠে। 

সাধারণত বাংলায় গান করেন অভিনেত্রী। এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। ফারিণের কণ্ঠে ইংরেজি গান পছন্দ করেছেন ভক্তরাও। তার গায়কীর প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। 

বিজ্ঞাপন

কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। 

এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট গান গেয়ে শ্রোতা-দর্শক মাতিয়েছিলেন ফারিণ। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে পারফর্ম করেছেন দুজন। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে
 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |