আসছে ১ জুন থেকে কিছু কিছু নির্দেশিকা মেনে শুটিং করার অনুমতি মিলেছে টালিউডে। ফলে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিং করতে আর বাধা রইলো না।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুটিং ইউনিটে ৩৫ জনের বেশি থাকতে পারবে না। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে হবে। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক। তবে রিয়েলিটি শোয়ের শুটিং এখনই শুরু করা যাবে না।
আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে কনটেইনমেন্ট জোনগুলো।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর, বৃহস্পতিবার আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইমপা এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ মিলে বৈঠকে বসে এই শুটিং শুরু হওয়ার বিষয় নিয়ে।
করোনার কারণে বহুদিন ধরে টালিপাড়ার সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শুটিং বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু কলাকুশলী।
এম