ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভারতীয় সিনেমায় ওয়ার্নারের অভিষেক, কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০৯:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে তেলেগু সিনেমায় যোগ দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন না। কিন্তু এবার সত্যি হতে চলেছে। তিনি অভিনয় করবেন ‘রবিনহুড’ সিনেমায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) ভারতের ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। জানা গেছে, ওয়ার্নারের চরিত্রটি হবে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নেন।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নিতিন। সিনেমাটির প্রযোজক রবি শংকর নিশ্চিত করেছেন ওয়ার্নারের অভিনয়ের বিষয়টি।

বিজ্ঞাপন

ওয়ার্নারের সিনেমায় যুক্ত হওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক ভক্ত লিখেছেন, ভারতীয় সিনেমায় স্বাগতম। আরেকজন লিখেছেন, নতুনরূপে ওয়ার্নার। ‘রবিনহুড’ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

আরও পড়ুন

ওয়ার্নারের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই প্রযোজনা প্রতিষ্ঠান তাকে ‘রবিনহুড’ সিনেমায় যুক্ত করেছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’ জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমা চেয়েছেন প্রযোজক রবি শংকর।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন তিনি, সেটাও ১৪২.৪৭ স্ট্রাইক রেটে। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। 

অন্যদিকে ১৬১ ওয়ানডে ম্যাচে ৬৯৩২ রান এবং ১১২ টেস্টে ব্যাট করে ৮৭৮৬ রান করেছেন এই অজি ওপেনার। ৩৭ বছর বয়সী ওয়ার্নার ৪৯ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় ১৯ হাজার রান।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |