• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পূজা- রাজ বর্মনের ‘তোকে চাই’

বিনোদন ডেস্ক

  ২৩ জুলাই ২০২০, ১৫:০৩
Puja,
ছবিতে পূজা- রাজ বর্মন।

পুরো নাম বাধঁন সরকার পূজা। তবে ভক্তদের কাছে যিনি পূজা নামেই পরিচিত। নতুন কুঁড়িতে পরপর তিনবার পুরস্কার পাওয়াসহ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পূজা। ২০০৮ সালে একটি রিয়েলিটি শোতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০১২ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন এই শিল্পী।

অন্যদিকে, ওপার বাংলার সুপরিচিত কণ্ঠশিল্পী রাজ বর্মন। বাংলাদেশেও রয়েছে তার বিশাল ভক্তকুল। তার কন্ঠে হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও এদেশের শ্রোতাদের মুখে মুখে।

পূজা এবং রাজ বর্মন এই দুই শিল্পী মিলে করলেন দ্বৈত গান। গানের শিরোনাম ‘তোকে চাই’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। আসছে ২৪ জুলাই ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে গানটি।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘গানটির কথা-সুর আমার খুব পছন্দ হয়েছে। তাই বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি। রাজ বর্মনের গায়কীর ফ্যান আমি নিজেও। দারুণ গেয়েছে গানটি। নিশ্চিত এই গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।’

এদিকে রাজ বর্মন জানালেন,‘পূজা এত সুন্দর করে গান গায়, আমি মুগ্ধ। গানটির কথা ও সুর অসাধারণ। দুই বাংলার শ্রোতাদেরই গানটি খুব ভালো লাগবে আমার বিশ্বাস।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়