ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ছেলেকে নিয়ে ১০ লাখ টাকার রহস্যের জট খুলবেন আমিন খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সুদর্শন নায়ক আমিন খান। নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় আবির্ভাব তার। অ্যাকশন ও রোম্যান্টিক হিরো হিসেবে খ্যাতি রয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকনন্দিত এই নায়ক। তবে এখন সিনেমা থেকে অনেকটাই দূরে আছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে পর্দায় ফিরছেন আমিন খান। যেখানে উঠে আসবে বাবা-ছেলের ১০ লাখ টাকা নিয়ে খুনসুটি! যদিও এর রহস্য জানতে প্রয়োজন সামান্য একটু অপেক্ষার।

জানা গেছে, সম্প্রতি ছেলেকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। যেটি শিগগিরই বিভিন্ন সামাজিক প্লাটফর্মে দেখতে পাবেন আমিন খান ভক্তরা।

বিজ্ঞাপন

amin-khan-2-20250228092640_(1)

বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে আমিন খান বলেন, ‘ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রাকৃতিক লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে। শিগগিরই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনচিত্রটির। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি পূর্বের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন।

ব্যক্তিগত জীবনে স্নিগ্ধা খানের সঙ্গে সংসার পেতেছেন আমিন খান। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও কর্পোরেট জগৎ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাবার পথেই হাঁটছেন কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল এই স্টারকিড। ৪০ সেকেন্ড ব্যাপ্তির সেই বিজ্ঞাপনে ঈশানের উপস্থাপন মুগ্ধ করেছে দর্শককে। বিজ্ঞাপনচিত্রটি সামাজিকমাধ্যমে প্রকাশের পরই ভাইরাল হয়েছে এই খুদে মডেল; প্রশংসা কুড়িয়েছে সবার।

প্রসঙ্গত, এরপর ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৬৫টির মতো সিনেমায় অভিনয় করেছেন আমিন খান। যার অধিকাংশই ছিল ব্যবসা সফল।

আমিন খান অভিনীত চলচ্চিত্রগুলোর মাঝে অন্যতম হলো ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’।  

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |