• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
‘খালিদ’ হয়ে পর্দায় ফিরছেন পলাশ
সাইফকে ছুরিকাঘাত / জবানবন্দিতে রোমহর্ষক বর্ণনা, ১ কোটি রুপি দাবি করেছিল দুর্বৃত্ত
গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বলিউড তারকা ও নবাব পরিবারের এই সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় রীতিমতো অবাক নেটিজেনরা। নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন।  এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে পুলিশের কাছে ঘটনাপ্রসঙ্গে বুধবার (১৫ জানুয়ারি) ঘটনার জবানবন্দি দিয়েছেন সাইফ আলি খান ও স্ত্রী কারিনা কাপুরের পরিচারিকা।  জানা গেছে, প্রথমে ঘরের মধ্যে, বাথরুমের পাশে আচমকা ছায়া লক্ষ করেন তিনি। প্রাথমিকভাবে তিনি মনে করেন, কারিনা ছোট ছেলের ঘরে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণেই, ছায়ার দিকে কিছুটা এগোতেই ভুল ভাঙে। স্পষ্ট দেখতে পান, অন্য একটি মধ্যবয়স্ক যুবক গভীররাতে ঘরের ভেতর। পরিচারিকাকে দেখেই তার ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতি। ইতোমধ্যে সেখানে দ্বিতীয় পরিচারিকা হাজির হয়ে দুষ্কৃতিকে জিজ্ঞাসা করেন ‘কী চায়?’ এই প্রশ্নের উত্তরে দুষ্কৃতি সাফ জানায়, ‘এক কোটি রুপি।’ কথা-কাটাকাটি শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। তিনি দুষ্কৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই পরপর তার ওপর এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ চালায় সে। সাইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, সাইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতি।  এদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেখানে বুধবার (১৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার দুই ঘণ্টা আগ পর্যন্ত কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, দুপুরেই দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে বসেছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। সাইফের জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সাইফের, এখন শঙ্কামুক্ত তিনি। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। কারিনা ও সন্তানরা নিরাপদ আছে বলে জানিয়েছে তাদের গণসংযোগ কর্মকর্তা। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার।  অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।    আরটিভি/এএ
মারা গেছেন অ্যাকশন তারকা সুদীপ পাণ্ডে
সাইফকে ছুরিকাঘাত, প্রাথমিক তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য
ঘুম থেকে উঠে ভিডিও’র পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম: পরীমণি
সাইফকে ছুরিকাঘাত, সিসি টিভির ফুটেজ ঘিরে রহস্য
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’র প্রিমিয়ার
কয়েকদিন আগেই আসর বসেছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চলতি বছর ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে অভিনেত্রী রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’।   বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়, জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হবে সিনেমাটির প্রথম শো। পরের শোটি হবে উৎসবের শেষ দিন আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। এ প্রসঙ্গে গণমাধ্যমে রুনা খান বলেন, আমি দুদিনই উপস্থিত থেকে সিনেমাটি দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে ‘নীলপদ্ম’ দেখার আমন্ত্রণ জানাই। যত বেশি দর্শকের কাছে এটি পৌঁছাবে ততই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই সিনেমাটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।  মূলত দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘নীলপদ্ম’র গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী। উৎসবে  প্রসঙ্গত, ‘নীলপদ্ম’ সিনেমায় রুনা ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচী। আরটিভি/এইচএসকে/এআর  
নিঃস্ব হয়ে পেট্রলপাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সেই নায়ক
তামিল চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়টা ছিল। রজনীকান্ত ও কমল হাসানের মত জনপ্রিয় নায়কদের বয়স তখন চল্লিশের কোঠায়, রোমান্টিক সিনেমা বা বলা যায়, 'তরুণ' হার্টথ্রব নায়কের চরিত্রে তাদের গ্রহণযোগ্য কম ছিল।  এর ফলে বিজয়, অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং আর মাধবনসহ নতুন প্রজন্মের তারকাদের উত্থান ঘটে। সকলেই পরবর্তী তিন দশক ধরে রুপালি পর্দায় ম্যাজিক দেখিয়ে চলেছেন। কিন্তু এই তারকাদের ভিড়ে আরও একজন ছিলেন, যিনি ক্যারিয়ারের শুরুতে কামাল করলেও ভাগ্যের ফেরে হারিয়ে যান লাইমলাইট থেকে। তার নাম মির্জা আব্বাস আলি। পশ্চিমবঙ্গে জন্ম হয়েছিল আলির। কলেজে পড়ার সময়, ১৯৯৪ সাল নাগাদ মডেলিং শুরু করেন। ১৯৯৬ সালে তিনি তামিল চলচ্চিত্র কাধাল দেশম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যা বাণিজ্যিক সাফল্য পায়, একইসঙ্গে ফিল্মিবোদ্ধদেরও মন জিতে নেয়।  মিডিয়া তাৎক্ষণিকভাবে আব্বাসকে 'হার্টথ্রব' বলে অভিহিত করে, রাতারাতি স্টার হয়ে যান তিনি। তার কাছে আসতে থাকে একের পর এক ছবির অফার।  এরপর তেলুগু ভাষায় প্রিয়া ও প্রিয়া, রাজা এবং তামিল ভাষায় কান্নেঝুথি পোট্টুম থোট্টু, পাদায়াপ্পা এবং সুয়াম্বরমের মতো ছবিতে অভিনয় করেন। রাহুল রায়ের মতো ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ ছিলেন না বঙ্গভূমে জন্ম নেওয়া এই অভিনেতা।  এই সব ছবিই দক্ষিণের বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। কমল হাসান ও শাহরুখ খান অভিনীত 'হে রাম'-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর আব্বাস কান্ডুকোন্ডেইন কান্ডুকোন্ডেইনের সঙ্গে তার সবচেয়ে বড় ব্রেক পান। এই রোমান্টিক ছবিতে তিনি ঐশ্বরিয়া রাইয়ের বিপরীতে অভিনয় করেছিলেন এবং মামুট্টি, অজিত কুমার এবং টাবুও ছিলেন ছবির অন্যতম চরিত্র। পরের বছর, তার আরও একটি ছবি, মিনালে বক্স অফিসে হিটের তকমা পায়। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত 'অংশ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি, কিন্তু সেটি বক্স অফিসে সাফল্য পায়নি। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে, আব্বাসকে তামিল চলচ্চিত্রের অন্যতম ভরসাযোগ্য অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। তবে ২০০৬ সালের দিকে আব্বাসের ক্যারিয়ার থমকে যায়। হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি তামিল চলচ্চিত্র ছেড়েছিলেন। কিন্তু তার দুটি হিন্দি ছবি 'অংশ' ও অউর ফির ব্যর্থ হয়। তিনি যে অন্যান্য ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেগুলিও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ আচমকাই যেন আব্বাসের সোনালি ক্যারিয়ার থমকে যায়। কাছের মানুষের পরামর্শের বিরুদ্ধে গিয়ে আব্বাস তামিল এবং তেলুগু চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রের কাজের অফর লুফে নেন,  তার চেয়ে কম জনপ্রিয় অভিনেতাদের পাশে দ্বিতীয় হিরোর রোলও করেছেন সেই সময়। পরবর্তী কয়েক বছর ধরে, আব্বাসকে তেলুগু চলচ্চিত্রে ক্যামিও এবং সহায়ক অভিনেতার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু আর সেই স্টারডম ফিরে পাননি।  ২০১১ সালের পর ফিল্মি ক্যারিয়ারের পতনের বোঝা নিয়েই টেলিভিশন শোতে কাজ করেন। কয়েক বছর পর, ইউটিউব চ্যানেল রেডনুলের সাথে কথা বলার সময়, তিনি জানান, ওই সময় অভিনয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং তাই সব ছেড়ে নিউজিল্যান্ডে চলে যান। ২০১৫ সাল নাগাদ আব্বাস নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন নতুন জীবন গড়ার আশা নিয়ে। তবে সমস্ত অর্থ নিঃশেষ হয়ে যাওয়ার পর ছোটখাটো চাকরি করতে হয় একসময় দক্ষিণী ইন্ডাস্ট্রি কাঁপানো এই তারকাকে।  রেডনুলিন ২০২২-এর সাথে একটি সাক্ষাত্কারে তিনি বলেন, একটি নির্মাণ সাইটে কাজ করা থেকে মেকানিক হিসেবে প্রশিক্ষণ নেওয়া এবং এমনকি বছরের পর বছর সেখানে একটি পেট্রোল পাম্পেও কাজ করেছেন তিনি। অবশেষে মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন আব্বাস। ২০২৩ সালে ভারতে ফিরে আবার অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেন। তবে এখনও নতুন কোনো প্রজেক্টে চুক্তিবদ্ধ হননি তিনি। পরিবারের সঙ্গে চেন্নাইয়ে থাকেন এই অভিনেতা।  আরটিভি /এএ  
মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। অন্যদিকে টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। নানা সময় ভিন্নধর্মী কাজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার এই দুই দেশের তারকা একসঙ্গে আসতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে। তাদের অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।  পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমার নির্মাতা ফজলুল কবীর তুহিন ঘোষণা দিয়েছেন, ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি। সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, এই সিনেমাটি আমার অনেক প্রিয়। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত।  গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটির। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি। ‘বিলডাকিনি’তে মোশাররফ করিমকে দেখা আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হানুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি। সিনেমাটির অন্যতম চরিত্রে আছেন শাহজাহান সম্রাট। এ ছাড়াও আরও অভিনিয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন। আরটিভি/এএ/এস
‘ডাক্তার জানান আমার আয়ু আর ২ সপ্তাহ’
‘বরফি’, ‘গ্যাংস্টার’-এর মতো সুপারহিট ছবির নির্মাতা অনুরাগ বসু। সেই অনুরাগকেই চিকিৎসক সাফ জানিয়ে দিয়েছিলেন, তার আয়ু আর মাত্র দুই সপ্তাহ! যে সময়ে পরিচালকের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। অনুরাগের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বছর। সালটা ছিল ২০০৪। তার প্রথম বড় পর্দার ছবি ‘গ্যাংস্টার’-এর শুটিং সবে শুরু হয়েছে। মুখ্য চরিত্রে কঙ্গনা রানাওয়াত, শাহিনি আহুজা ও ইমরান হাসমি। কঙ্গনার অভিষেক ছবি, প্রযোজনায় ভাট পরিবার। হঠাৎ করেই একদিন মুখে ঘা হয়েছে দেখেন অনুরাগ। আকারে বেশ বড়, তাতে দানা দানা। চিকিৎসকের কাছে যেতেই চিকিৎসক উল্টো ভয় পেয়ে যান। রক্তপরীক্ষা করতে দেন। রক্তপরীক্ষার রিপোর্টে জানা যায়, ব্লাড ক্যানসার হয়েছে অনুরাগের। তবে ওই যে কমিটমেন্ট। এতটাই পেশাদার অনুরাগ পাত্তা না দিয়ে ছুটে যান শুটিং সেটে।  পরিচালক বলেন, আমি বুঝিনি রোগটা এতটা মারাত্মক আকার নিয়েছে। খুব যে অসুস্থবোধ করছিলাম এমনটা তো নয়। আমাকে দেখতে মহেশ ভাট সেটেই আসেন। কপালে হাত দেন। হঠাৎ দেখি তার দুই হাত কাঁপছে। শান্ত মানুষটার কী হলো! তখনই অনুভব করলাম, আমি বোধহয় সত্যিই ভালো নেই। দুদিন যেতে না যেতেই অবস্থার চরম অবনতি হতে শুরু করে অনুরাগের। চারদিকে রক্ত আর রক্ত। হাসপাতালে ভর্তি করা হয়। এক এক করে অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হতে শুরু করে তার। স্ত্রী জানতেন না কিছুই। তবে সত্যি কি আর চাপা থাকে? কালবিলম্ব দেরি না করে পরিচালককে ভর্তি করা হয় মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে। অনুরাগের কথায়, চিকিৎসক জানিয়ে দিলেন, ‘বড় জোর দুই সপ্তাহ বাঁচতে পারব’। ওদিকে আমার স্ত্রী কাছে আসার চেষ্টা করছে। পারছে না। ভগবানকে বলতাম, সাত মাস তো হয়ে গেল। আর দুটো মাস আমাকে বাঁচিয়ে রাখো, যাতে সন্তানের মুখটা দেখতে পারি। শুরু হলো কেমোথেরাপি। অবিশ্বাস্যভাবে চিকিৎসায় দারুণ সাড়া দিতে লাগলেন অনুরাগ। কিছুটা সুস্থ হতেই ব্যাক টু প্যাভেলিয়ন। হাজির হলেন শুটিং ফ্লোরে, তৈরি হলো গ্যাংস্টার। কোল আলো করে এলো ফুটফুটে কন্যাসন্তান। চিকিৎসকেরাও তাকে ঘোষণা করলেন ‘ক্যানসার ফ্রি’। তাই ক্যানসার মানেই ‘নো-অ্যানসার’ নয়।
পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনূর। বন্দুকের মুখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। সংবাদমাদ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, একজন পিএসপি অফিসার তাকে ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন। ওই হাউজে মূলত তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধারের জন্য ডাকা হয়েছিল। মাহনূর দাবি করেছেন, ডিপিও তাকে যৌন নিপীড়নের সময় অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর সহযোগী যোগাযোগ করেছিলেন, যিনি ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধার করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর পরিবর্তে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন।  এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আরটিভি/এএ/এস
হাসপাতালে ভর্তি প্রযোজক ইকবাল
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রযোজক-নির্মাতা মো. ইকবাল হোসেন জয়। এ তথ্য নিশ্চিত করেছে ইকবালপুত্র সুনান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৩ জানুয়ারি)  সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। দুই দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় নিয়ে যাওয়া যাবে। ডাক্তার জানিয়েছে গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন। ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। প্রযোজনার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। পরিচালক হিসেবে নাম লেখিয়েছেন ‘কিলহিম’ ছবি দিয়ে। এরপর ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা নির্মাণ করেছেন।  তার তত্ত্বাবধানে নির্মাণাধীন রয়েছে ‘বিট্রে’ ও ‘ডেস্ট্রয়’ নামের সিনেমা দুটি। চলতি বছর সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আরটিভি/এএ 
কীসের ইঙ্গিত দিলেন শাবনূর
তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন নায়িকা শাবনূর। এখন নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে সিডনিতেই অবস্থান করছেন শাবনূর। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্ল্যামার কুইন। এদিকে, রোববার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন শাবনূর। ছবির ক্যাপশনে লিখেন, নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া। তার দেয়া পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। মন্তব্যে শাবনূরের ছবির প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগীরা। অন্যদিকে, গত ১১ ফেব্রুয়ারিতে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর। ওই অনুষ্ঠানে ‘এখনো ভালবাসি’ নামের আরও একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দেন তিনি। তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান এই নায়িকা। সেসময় জানা যায়, পুরোপুরি ফিট হয়েই শুটিংয়ে নামবেন তিনি।পাশাপাশি নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও এটি শুরু করতে পারেননি তিনি। চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে বড় পর্দায় নাম লিখান শাবনূর। দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। তার মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মোল্লা বাড়ীর বউ’ ইত্যাদি উল্লেখযোগ্য। আরটিভি /এএ