ঢাকাবুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ফের বিয়ে করলেন অভিনেতা মিলন, পাত্রী যিনি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৭:৪৩ পিএম


loading/img
ছবি: কোলাজ

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট ও বড়পর্দার অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের স্ত্রীর নাম শিপা। অভিনেতার বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের দাওয়াতে তার বৌ দেখতে এসেছি। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেনো সুখী হয়।

481825756_10236332538556053_2155227764068192300_n

বিজ্ঞাপন

এ ছাড়া মিলন-শিপা দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমধ্যমে চয়নিকা চৌধুরী লিখেছেন, অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগল। সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।

481941530_10236331963741683_3902784778288216375_n_1741266897

তবে কবে কোথায় তাদের বিয়ে হয়েছে, তা উল্লেখ করেননি এই নির্মাতা।

বিজ্ঞাপন

এদিকে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ।

অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা।

472154414_8993928490695868_1548941087257090171_n

তবে ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্র সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। সেই ছবি থেকে জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মিহ্রান। 

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |