ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গ্ল্যামার থেকে হরর লুকে নুসরাত ফারিয়া

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৪:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল। দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে গিয়েছে। পূজার পরিবর্তে পর্দায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। 

বিজ্ঞাপন

‘জ্বীন থ্রি’ ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

481788836_1023704996457573_4185613903221821427_n

বিজ্ঞাপন

এদিকে, ছবিটি মুক্তি উপলক্ষে ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! এমন লুকেই ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। আর তার পাশে রয়েছেন আবদুন নূর সজল ও তানিয়া আহমেদ।

গ্ল্যামারাস নুসরাত ফারিয়া কি তবে এবার ভূত?  কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন, ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

জানা গেছে, সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |