ঢাকা

আলিয়া আমার প্রথম স্ত্রী নয় উল্লেখ করে রণবীরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর কাপুর-আলিয়া ভাট। সে বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নেয় এই দম্পতি। গত বছরের নভেম্বর মাসে জন্ম হয় কন্যাসন্তান রাহার। দেখতে দেখতে প্রায় ২ বছর বয়স হল তার।

বিজ্ঞাপন

Untitled-12-671666d4454de

সব মিলিয়ে বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম সুখী রণবীর-আলিয়া। তবে এবার রণবীর জানেলেন অন্য কথা, আলিয়া তার প্রথম স্ত্রী না। এ খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। 

বিজ্ঞাপন

437eae942c9d75278ef68158a61bb5ef-62529e20e4533

মিডিয়ার সামনে খুব একটা কথা বলতে দেখা যায় না এই বলিউড তারকাকে। তবে যখন কথা বলেন নিজের কোনো কথা গোপণ রাখেন না। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক স্বাক্ষাৎকার অভিনেতার সবচেয়ে পাগল এক ভক্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সিনেমাতে যখন ক্যারিয়ার শুরু করি। তখন এক মেয়ে ভক্ত আমাকে বিয়ে করার জন্য বাড়ি চলে আসে। তখন আমি শহরের বাইরে ছিলাম। কাজ শেষ করে বাড়িতে ফিরলে ওয়াচম্যান আমাকে বলেছিল একজন মেয়ে আমাকে বিয়ে করার জন্য পুরোহিতের সঙ্গে নিয়ে এসেছিল। আমাকে না পেয়ে আমার গেটকেই বিয়ে করেছিল। গেটে টিকা এবং ফুল রেখে গিয়েছিল। আমি এখনও পর্যন্ত আমার প্রথম স্ত্রীকে দেখিনি।

এই মন্তব্যের পর থেকেই রণবীরের ‘প্রথম স্ত্রী’ কে তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যগুলো জানিয়েছে অভিনেতা মজা করেই ঘটনাটি শেয়ার করেছেন। তবুও বিষয়টি বলিউডপ্রেমীদের মধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |