ঢাকা

প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেম নিয়ে মিষ্টি জান্নাতের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ১২:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার নতুন ছবি কথাসহ নানা বিষয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, সালামি অনেক পেয়েছি, ১ লাখ টাকার বান্ডিল ছাড়া ইদ সালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফটে পায় পরিবার থেকে বন্ধুদের থেকে। ঈদে পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয়।

477780757_1392173992161198_6367750072594287890_n_20250228_131533949

বিজ্ঞাপন

তার কথায়, ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দের থাক, পছন্দের মানুষ আমাকে গিফট করে। মানুষ আসলে সবাই যে জন্মগতভাবে অনেক প্রভাবশালী হবে টাকা পয়সা থাকবে। বাংলাদেশে অনেক সুন্দরী মানুষ রয়েছে। তবে নায়ক-নায়িকা ও আর্টিস্টরা কয়জন হতে পার তাদের আলাদা কিছু গুণ রয়েছে।

480786478_1399767288068535_2000940250029608944_n

নতুন ছবির কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।

বিজ্ঞাপন

481095111_1399776058067658_8408712823929910152_n

মিষ্টির ভাষ্য, কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |