আদালতে অভিনেত্রীর নিতম্বে স্পর্শ আইনজীবীর, এরপর যা হলো

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৫:১৩ পিএম


আদালতে অভিনেত্রীর নিতম্বে স্পর্শ আইনজীবীর, এরপর যা হলো
ছবি: সংগৃহীত

ভারতের ছোট পর্দার অভিনেত্রী নিমরিত কৌর আলুওয়ালিয়া। পড়াশোনা করেছেন আইন বিভাগে। এর আগে একবার ‘বিগবস’-এর মঞ্চে আইন নিয়ে পড়াশোনার কথাও জানিয়েছিলেন তিনি। সে সময় এক আইনজীবীর হাতে হেনস্তার শিকার হতে হয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করলেন এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

487214464_18290183533217492_8019682841907710627_n

নিমরিতের বয়স তখন ১৯। সেই সময়ে দিল্লির আদালতে ইন্টার্নশিপ করছিলেন তিনি। আর সেখানেই এক উচ্চপদস্থ আইনজীবীর কাছে হেনস্থার শিকার হন তিনি। নিমরিত একা নন, সেই আইনজীবীর হাতে নাকি অনেক উঠতি আইনজীবীই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন- অভিযোগ তোলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

496101917_18293698660217492_2165808914387447572_n

আদালতে একটি মামলার শুনানিতে গিয়েছিলেন নিমরিত। সেখানে অনেক ভিড় ছিল। হঠাৎই অভিনেত্রী টের পান, তার নিতম্বে কেউ স্পর্শ করছেন। সেই সাক্ষাৎকারে নিমরিত বলেছেন, প্রথমে মনে হল, কেউ আমার নিতম্বে হাত দিচ্ছে। তারপরে মনে হল, আমি হয়তো অতিরিক্ত ভেবে ফেলছি। ভিড়ে ঠাসা আদালতে ভুল করে স্পর্শ হয়ে যেতেই পারে। কিন্তু তারপরে পেছনে ফিরে দেখি ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না। যেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, সেটা সে দেখতেই পাচ্ছে না। তখন আমার ভয় লাগতে শুরু করে। আমি একটু সরে দাঁড়াই।

471292162_18279385249217492_77726404280267047_n

বিজ্ঞাপন

সরে দাঁড়ানোর পরেও নিস্তার পাননি নিমরিত। অভিনেত্রী বলেন, তখন মনে হয়, আমার হাতে কেউ স্পর্শ করছেন। পেছন ফিরে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে। আমার সঙ্গে ওই লোকটাও সরে এসেছিল। আবার আমার নিতম্বে স্পর্শ করতে থাকে সে। আমার চোখে জল চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে যাই।

বিজ্ঞাপন

470137402_18278138368217492_3986212516732967231_n

এরপরে নাকি নিমরিতের শার্টের ভিতরেও স্পর্শ করার চেষ্টা করেছিল সেই আইনজীবী। ঘটনা দেখে এগিয়ে এসেছিলেন এক মহিলা আইনজীবী। সঙ্গে সঙ্গে সবটা খুলে বলেন নিমরিত। কিন্তু আদালতের মধ্যেও যে এমন হতে পারে তা আজও ভেবে ভয় পান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission