ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

প্রকাশ্যে বিপ্রার ‘পাবে না আমাকে’

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৪:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী সানজিদা বিপ্রা। ইতোমধ্যে বেশ কয়েকটি গান দিয়ে বেশ আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম আধুনিক গান 'পাবে না আমাকে'। মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। 

বিজ্ঞাপন

ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ও রবীন্দ্র সংগীতে তালিম নেয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুল সংগীতেরও।  তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে।  কেন ? এমন প্রশ্নের উত্তরে বিপ্রা বলেন, আসলে ছোট থেকেইতো আমি ক্লাসিক্যাল,রবীন্দ্রসংগীত শিখেছি ,গেয়ে এসেছি। তাছাড়া সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুল সংগীতও গাওয়া হয় এখন।  কিন্তু যখন আমার প্রথম একক গান প্রকাশ করার ব্যাপারটা আসলো তখন মনে হলো যা করি নিয়মিত তার বাইরে কিছু চেষ্টা করে দেখি কেমন হয় ,আমার গলায় কেমন মানায় ? সেই ভাবনা থেকেই মূলত আধুনিক গান গাওয়া। আমি যেহেতু একেবারেই নতুন সেহেতু ভুল-ত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতাদের কাছ থেকে আগেই। শুধু সবার কাছে চাওয়া এটুকু - ভুলগুলো ধরিয়ে দিবেন ,শুধরে দিবেন যেন আগামীতে আমি আপনাদের আরও সুন্দর গান উপহার দিতে পারি ,গাইতে পারি।

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। রাজশাহী বেতারেও এনলিস্টেড এই শিল্পীর বর্তমানে নিজের পরজ শিল্প এ‍্যাকাডেমি নামে সংগীত বিষয়ক স্কুল রয়েছে। যেখানে মূলত ক্লাসিক‍্যাল, পাশাপাশি অন্যান্য ধারার গানও শেখানো হয়। সবমিলিয়ে গানের সাথেই দিনরাত্রি যাপন তার। 

বিজ্ঞাপন

গান নিয়ে ভবিৎষত পরিকল্পনা প্রসঙ্গে বিপ্রা বলেন, সামনে আরো একটি আধুনিক গান গাইবার পরিকল্পনা রয়েছে। এছাড়া রবীন্দ্র সংগীতও আসবে রবীন্দ্র জন্মজয়ন্তীতে। তবে আমি তাড়াহুড়ো করতে চাই না। আমার চাওয়া শ্রোতাদের জন্য, নিজের জন্য যেন গাইতে পারি কিছু ভালো গান সে চেষ্টা করে যাওয়া। গান দিয়েই,গান নিয়েই আমি থাকতে চাই আজীবন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |