• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নায়িকার সঙ্গে কুমার শানুর লিভ টুগেদার
কনসার্টে ১০ জন পদপিষ্ট, মুখ খুললেন সংগীতশিল্পী
ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ও রামচরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রিমিয়ারে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে যখন সব দিকে চলছে নানা চর্চা, ঠিক সেই সময়ই ঘটলো আরও এক দুর্ঘটনা। পশ্চিমবঙ্গের কালনায় সংগীতানুষ্ঠানে গিয়ে দর্শকদের চাপে পদপিষ্ট হয়ে ১০ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুজনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। জানা গেছে, কালনায় চলছে খাদ্য ও পিঠাপুলি উৎসব। রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে মঞ্চে গান করতে ওঠেন সংগীতশিল্পী জোজো। এ সময় বলিউডর গায়িকা পলক মুচ্ছলও উপস্থিত ছিলেন। এ কারণেই দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড় ছিল। এ ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুষ্ঠানে প্রবেশের গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় বাইরে থেকে অনেক দর্শক-শ্রোতা ভেতরে প্রবেশের চেষ্টা করে। আবার অনেকেই ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে। এ অবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জও করে। এ সময়ই আহত হয় অনেকে। এর মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে এ ঘটনার ব্যাপারে সংগীতশিল্পী জোজো জানিয়েছেন, তার অনুষ্ঠানে দর্শকদের বেশি ভিড় হওয়া স্বাভাবিক ব্যাপার। বিষয়টি পুলিশ-প্রশাসনের নজরে আসার পর তারা খালি করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু কালনার ওই মাঠে এত ভিড় হয়েছিল যে, তা বলে বোঝানো সম্ভব নয়। শনিবার হাওড়ার ফুলমেলার অনুষ্ঠানেও অনেক ভিড় হয়েছিল। উদ্যোক্তারা বুঝতে পেরেছিলেন বলে বাঁশের ব্যারিকেডের পরিবর্তে লোহার ব্যারিকেড দিয়েছিলেন। জোজ জানান, রোববার (১২ জানুয়ারি) যা হয়েছে এর পেছনে দুটি কারণ। প্রথমত, দীর্ঘদিন পর কালনায় গিয়েছিলেন তিনি। এ জন্য তাকে দেখার ক্রেজ ছিল সবার। দ্বিতীয়ত, সেখানে তিনি ছাড়াও বলিউড তারকা পলক মুচ্ছল ছিলেন। আর বলিউড তারকাদের সবসময়ই একটা চাহিদা তাকে। কালনার ওই মাঠ বেশ বড়ও ছিল, এরপরও তা ভর্তি ছিল। অর্থাৎ, অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র ছিল। তিনি বলেন, কালনায় এত মানুষ আছেন তা আশা করতে পারিনি। উদ্যোক্তরা গেট বন্ধ করে দিয়েছিলেন। একসময় দেখতে পাই দেয়ালও ফাঁকা নেই। একজন নারীকে পাঁচিলের ওপর দেখলাম। আমি না এলে নাকি তিনি নামবেন না। পরে সেখানে যাই, হাত নাড়ি। তারপর নামেন তিনি। আরটিভি/এএ/এস   
মুরাদ নূরের সুরে জিয়াউর রহমানের থিম সং গাইলেন রাজীব
রোমান্টিক মুডে মধুচন্দ্রিমায় তাহসান-রোজা
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
মারা গেছেন সংগীতশিল্পী স্যাম মুর
‘সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও’
চুপিসারেই গেল বছর বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় এক বছর আগেই বিয়ে হয়েছে পড়শী ও নিলয়ের। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না। এদিকে গণমাধ্যমে বিয়ের সংবাদটি প্রকাশের পর নিশ্চুপ থাকা পড়শী খুলেছেন মুখ। রোববার (১২ জানুয়ারি) এই সঙ্গীতশিল্পী তার ফেসবুক পেজে লিখেন, আসসালামুআলাইকুম,আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। গত বছর ৪ মার্চ, ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে খুব শিগগিরই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।  এদিকে, গেল বছর ইমরানের সঙ্গে পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা। আরটিভি/এএ-টি
জানা গেল সঙ্গীতশিল্পী পড়শীর স্বামীর পরিচয়
চুপিসারেই বিয়ে করলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। এদিকে পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় এক বছর আগেই বিয়ে হয়েছে পড়শী ও নিলয়ের। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না। আজকের মধ্যেই আমরা জানাব। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় দুই প্রতিযোগী। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। এদিকে, গেল বছর ইমরানের সঙ্গে পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা। আরটিভি/এএ     
চুপিসারে বিয়ে করলেন পড়শী
একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিত লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন  নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার। গানের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এসবের মাঝেই নতুন খবর জানা গেল। বিয়ের পিঁড়িতে বসেছেন এই সঙ্গীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় দুই প্রতিযোগী। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। ঘনিষ্ঠ সূত্র জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার। এদিকে, গেল বছর ইমরানের সঙ্গে পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা। আরটিভি/এএ-টি 
আলোচনায় সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’
সংগীত জগতে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ফারজানা ওয়াহিদ সায়ান। অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না তিনি। নিজের গানের সুরে প্রতিবাদে মরিয়া হয়ে ওঠেন এই গায়িকা। গাওয়ার পাশাপাশি গান তৈরিও করেন। বরাবরই তার গানগুলো মুগ্ধ করে শ্রোতা-দর্শকদের।      ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব ছিলেন সায়ান, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও প্রতিবাদ জানাতে পিছপা হননি। গানের সুরে প্রতিবাদে মুখর ছিলেন এই গায়িকা। এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’।  প্রায় আড়াই বছর আগে ‘এটাই আমার রাজনীতি’শিরোনামের গানটি লিখেছিলেন তিনি। সে সময় ঘরোয়াভাবে গিটারে বাজিয়ে গেয়েছিলেন গানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আপলোড করেছিলেন।  গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটাই আমার রাজনীতি’গানটি প্রকাশ করেছেন সায়ান। গানটির কথা ও সুর করেছেন গায়িকা নিজেই। সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার এবং গানটির লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি।  মূলত এই গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এ দেশে যেকোনো ইস্যুতে কথা বললেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি কোন দলের লোক? এমন অবস্থায় সাধারণ জনতার হয়ে কথা বলাটাই যেন নিষিদ্ধ। গানে গানে সে কথাই জানান দিলেন সায়ান। জানিয়ে দিলেন, কোনো দলের হয়ে নন, তিনি একা একাই হাঁটেন। এটাই তার রাজনৈতিক দর্শন। গত বছরের ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ফেসবুকে গানটির স্টুডিও ভার্সনের ভিডিও প্রকাশ করেছিলেন সায়ান।  এ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর নেটদুনিয়ায় আলোচনার সৃষ্টি করেছে সায়ানের ‘এটাই আমার রাজনীতি’ গানটি। ২৪ ঘণ্টার আগেই সায়ানের ফেসবুক থেকে আট শতাধিক মানুষ শেয়ার করেছে এটি। পাশাপাশি ইউটিউবেও সাড়া ফেলেছে গানটি।   আরটিভি/এইচএসকে  
রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’
দেশের সঙ্গীতাঙ্গনে যাদের দাপুটে বিচরণ তাদের মধ্যে অন্যতম অনিমেষ রায়। মূলত ইউটিউবে হাজং ভাষার গান গেয়ে সংগীতে পরিচিতি শুরু তার। এরপর ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় আসেন। সম্প্রতি প্রকাশ পেল অনিমেষ রায়ের নতুন গান ‘ক্ষমা চাই’। রাফিউজ্জামান রাফির কথায় ক্ষমা চাই গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।  গানটি নিয়ে অনিমেষ বলেন, গানের কথায় মাটির সুর, আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গীতিকার রাফি বলেন, স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি গানের কথায়। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। আরটিভি/এএ/এআর  
‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান
ব্যান্ড জগতের জনপ্রিয় মুখ নকীব খান। একাধারে তিনি গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। গানের সঙ্গে তার বহু দিনের পথ চলা। দীর্ঘ ৫০ বছর ধরে গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। এবার সংগীত জগতের এই তার দীর্ঘ জার্নি একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছে।   ‘সুরে সুরে পঞ্চাশে’ শিরোনামে নকিব খানের একক এই কনসার্টটি আয়োজন করছে নুর’স ইভেন্টস। আগামী ১৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি।   এ দিন কনসার্টে নিজের গানের পাশাপাশি তার করা সুরের গানগুলো গেয়ে শোনাবেন নকীব খান। আগত শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন তারে সংগীত জীবনের পেছনের গল্পসহ নানা ঘটনা। এ প্রসঙ্গে তিনি বলেন, সংগীতের সঙ্গে আমার ৫০ বছরের বেশি সময় থেকে সম্পর্ক। ছোটবেলা থেকেই গান-মিউজিকের সঙ্গে আছি। আমার এই অভিজ্ঞতা নিয়ে আগামী ১৭ জানুয়ারি ‘সুরে সুরে পঞ্চাশে’ শিরোনামে একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছে।  তিনি আরও বলেন, আমি আসছি আপনাদের গান শোনাতে, গানের পেছনের গল্প শোনাতে। আশা করি সবার সঙ্গে সুন্দর একটি সময় কাটবে। দীর্ঘ এই জার্নি আপনাদের জন্যই করতে পেরেছি। সবাইকে অসম্ভব ভালোবাসা। এ দিন সবাই আসুন দেখা হবে, গান হবে, আড্ডা হবে। জানা গেছে, এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অনলাইনে ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে এর টিকিট। শুক্রবার সন্ধ্যা ৭টায় কনসার্টটি শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়।  কৈশোরেই ব্যান্ডে জড়িয়ে পড়েছিলেন নকীব খান। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। এরপর দেশ স্বাধীনের পর যোগ দেন সোলস ব্যান্ডে। সেখানে প্রায় ১০ বছর কাটানোর পর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি।  এরপর ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। ১৯৮৮ সালে দলের প্রথম অ্যালবাম ‘রেনেসাঁ’ নামেই প্রকাশিত হয়। ১৯৯৩ সালে ‘তৃতীয় বিশ্ব’, ১৯৯৮ সালে ‘৭১-এর রেনেসাঁ’এবং ২০০৪ সালে ‘একুশ শতকের রেনেসাঁ’ নামে অ্যালবাম প্রকাশ করে তারা। সে থেকে এখনও ব্যান্ডের সঙ্গেই রয়েছেন নকীব খান।  নিজের ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’, নিজের ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, কুমার বিশ্বজিতের ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ বেশ কিছু কালজয়ী গানের সুরকার নকীব খান। যে গানগুলো আজও গেঁথে আছে মানুষের মনে।   আরটিভি/এইচএসকে  
বিকিনি পরে ছবি প্রকাশ, বাসা থেকে বিতাড়িত শিল্পী নিশাত
দেশের প্রথম হেভিমেটাল গিটারিস্ট নিশাত আনজুম। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম ‘বয়কট’। অ্যালবাম মুক্তি পাওয়ার পর এবার  বাসা থেকে বয়কট হলেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন তিনি, আর এর যের ধরেই করায় বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। জানা গেছে, থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে থাইল্যান্ডের পাতায়া বিচে গিয়েছিলেন শিল্পী নিশাত আনজুম। থাইল্যান্ড ট্যুরের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই তরুন শিল্পী। এর মধ্যে তার বিকিনি পরা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা।  কেউ কেউ নিশাতের সৌন্দর্যের প্রশংসা করলেও রঙিন বিকিনিতে তার বর্ণীল ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা। যার ফলে পারবারিক ভাবে বেশ ঝামেলায় পোহাতে হচ্ছে তাকে।   খোঁজ নিয়ে জানা যায় বিকিনি পরা ছবি আপলোড করে বিতর্কের জন্ম দেওয়া নিশাতকে বাসা থেকে বের করে দিয়েছেন অভিভাবক। এব্যাপারে নিশাতের সাথে যোগাযোগ করা হলে  ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। তবে থাইল্যান্ড কেনো বা কার সাথে গিয়েছিলেন এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি তিনি।  প্রসঙ্গত, হেভিমেটাল ঘরানার গিটার বাদন ও গায়কীর কারণে স্বল্প সময়ে  জনপ্রিয় হয়ে উঠেছেন এই তরুন শিল্পী। তবে পারিবারিক জটিলতার কারণে তার সদ্য মুক্তি পাওয়া ‘বয়কট’ অ্যালবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি। আরটিভি/এএ/এআর