• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo
মমতাজের বিরুদ্ধে আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় আরেক মামলা
তাপসের বিরুদ্ধে যেসব অভিযোগ
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। এ মামলায় তাপস ছাড়াও আসামি করা হয়েছে মোট ১২৬ জনকে।  মামলায় বাদী ইশতিয়াক মাহমুদ লিখেছেন, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমিসহ অন্যান্য ছাত্র–জনতা উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে পৌঁছামাত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সন্ত্রাসী ও ক্যাডাররা হামলা করে। এজাহারে উল্লেখিত ১ থেকে ২৫ নম্বর আসামির প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশ ও আর্থিক সহযোগিতায় অন্য আসামিরা ব্যাপক দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অতর্কিতে হামলা, মারধর ও গুলিবর্ষণ করতে থাকে। আসামিদের ছোড়া গুলি থেকে রক্ষা পেতে আমিসহ ছাত্রদের অভিভাবক ও ছাত্র-জনতা এদিক–সেদিক ছোটাছুটি শুরু করি। আত্মরক্ষার জন্য ছোটাছুটি করতে গিয়ে এদিন বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আসামিদের ছোড়া গুলি আমার পেটে, পিঠে, হাতে ও মাথায় লাগলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যাই। এরপর ভ্যানচালক মিরাজ, মো. আবুল, কাশেম মিয়া ও জুলহাস একত্র হয়ে ভ্যানে করে আমাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও আসামিরা চিকিৎসায় বাধা দেন। পরে উত্তরা ১ নম্বর সেক্টরের মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাই, সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে আমার পেটের গুলি বের করে চিকিৎসা শুরু হয়। দীর্ঘদিন চিকিৎসার পর আমি কিছুটা সুস্থ হয়ে ঘটনাটি আমার পরিবার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ–আলোচনা করে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় এসে এজাহার দায়ের করি। আরটিভি/এএ/এসএ
তাপসের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী ঐশী
সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত প্রমা
তাপসের বিরুদ্ধে মামলার এজাহারে যা বলা হয়েছে
কারাগারে গান বাংলার তাপস
গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড আবেদন
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে। এ মামলায় তাপসের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।  জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় রাজধানীর উত্তরা থেকে তাপসকে গেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।  মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।  এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। আরটিভি/এইচএসকে/এসএ  
মায়ের স্বপ্নপূরণে সংগীতাঙ্গনে পা রেখেছিলেন এন্ড্রু কিশোর
সংগীত জগতের কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোরের জন্মদিন আজ (৪ নভেম্বর)। ১৯৫৫ সালের আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন তিনি। বেঁচে থাকলে সত্তর বছরে পা দিতেন তিনি। ২০২০ সালের ৬ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী।  ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মামিনু বাড়ৈ। গায়কের মা ছিলেন সংগীত অনুরাগী এবং তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। তাই প্রিয় শিল্পীর নামানুসারে সন্তানের নাম রাখেন কিশোর। মূলত মায়ের স্বপ্নপূরণেই সংগীতাঙ্গনে পা রেখেছিলেন এন্ড্রু কিশোর। ব্যক্তিগত জীবনে লিপিকা এন্ড্রু ইতিকে বিয়ে করেন এন্ড্রু কিশোর। এ দম্পতির সংজ্ঞা এবং সপ্তক নামের দুটি সন্তান রয়েছে। বর্তমানে তারা দুজনেই বিদেশে পড়াশোনা করছেন। প্রাথমিকভাবে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সংগীতে পাঠ গ্রহণ শুরু করেন এন্ড্রু কিশোর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক, লোকসংগীত ও দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন তিনি।  আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে ১৯৭৭ সালে ঢালিউডে প্লেব্যাক শুরু করেন এন্ড্রু কিশোর। ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্রের ‘ধুম ধাড়াক্কা’ তার গাওয়া দ্বিতীয় গান। ১৯৭৯ সালে ‘প্রতিজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিল’ সিনেমায় ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানটিতে কণ্ঠ দিয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এন্ড্রু কিশোর।  এন্ড্রু কিশোরের গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘আমার বুকের মধ্যখানে’, ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে, ‘ডাক দিয়েছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেওগো মাটি’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’প্রভৃতি। ১৯৮৭ সালে আহমাদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টুর সঙ্গে টিভি নাটক, বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার জন্য ‘প্রবাহ’নামে একটি বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠা করেন এন্ড্রু কিশোর।  আরটিভি/এইচএসকে/এসএ  
গান বাংলার তাপস গ্রেপ্তার
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় রাজধানীর উত্তরা থেকে তাকে গেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।     আরটিভি/এইচএসকে  
মস্তিস্কের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে শিল্পী তৌসিফের
ভালো নেই জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তার। আগামী ছয় মাস থাকতে হবে বিশ্রামে ও ডাক্তারের পর্যবেক্ষণে।  এ বিষয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, আগে থেকেই অসুস্থ বোধ করছিলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম। প্রথমে চিকিৎসকরা ধরতে পারছিলেন না। গত মাসে অসুস্থবোধ করলে হাসপাতালে যাই। সেখানে গিয়ে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরে পড়ে। পরীক্ষার পর চিকিৎসক জানান, আমার হার্ট অ্যাটাক হয়েছে। সাবধানের থাকার পরামর্শ দিয়ে জানান, সামনে বড় ধরনের অ্যাটাকও হতে পারে। পরে বাসায় আবারও অজ্ঞান হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তার। তৌসিফ এখন নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর সাবের হোসেনের চৌধুরীর তত্ত্বাবধানে আছেন। বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তৌসিফ বলেন, প্রফেসর সাবের হোসেনের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। ছয় মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারি করতে হবে কিনা। অসুস্থ হওয়ার পর বাসাতেই সময় কাটছে তৌসিফের। এখন কোনো ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। প্রসঙ্গত, তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ জনপ্রিয় অনেক গান রয়েছে তার ঝুলিতে। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন।
‘গান গাইতে গিয়ে তার কথা অনেক মনে পড়ছিল’
নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী দুই বছর বিরতির পর ফের সিনেমার জন্য গাইলেন। ‘অন্তর্বর্তী’ শিরোনামের সিনেমাটিতে শোনা যাবে তার নতুন এ গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারও সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম।  ‘অন্তর্বর্তী’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। ফাহমিদা নবী সিনেমার গানটি গাইতে গিয়ে আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন। ভেজা চোখে বলেন, ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গানটি গাইতে গিয়ে এ কথা যখন জানলাম, তখন আমার মন বিষণ্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ের কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি।’ গানটি সম্পর্কে ফাহমিদা নবী আরও বলেন, ‘অনেক দিন বিরতির পর সিনেমার গান গাইলাম। প্রায় ২ বছর পর। সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম। এতে অভিনয় থাকে। সেই অভিনয় কণ্ঠে ধারণ করেই কাঁদতে আবার কখনও হাসতে হয়। ‘অন্তর্বর্তী’ সিনেমার এ গানটি সবার ভালো লাগবে আশা করছি।’ আরটিভি /এএ/এসএ
ধর্মে-কর্মে মন দিয়ে মিডিয়া থেকে বিদায় নেন সুজানা
মডেল-অভিনেত্রী সুজানা জাফর, বিজ্ঞাপন ও নাটকে একসময় টানা ব্যস্ত সময় পার করেছেন। কিন্তু বর্তমানে শোবিজ থেকে দূরে রেখেছেন নিজেকে। বর্তমানে তৃতীয় বিয়ে করে প্রবাসেই বসবাস করছেন। তার স্বামীর নাম জায়াদ সাইফ।  মডেল ও অভিনেত্রী হিসেবে সুজানা জাফর সুপরিচত হলেও কয়েক বছর ধরে একজন ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত। বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ থাকে তার। করোনা পরিস্থিতিতেও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি ময়মনসিংহ জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন। হুট করেই একসময় অভিনয় শোবিজ জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন লাক্স ফটো-সুন্দরী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শোবিজ ছেড়ে ধর্মে-কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন তিনি। করোনাকালীন তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন। আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই জানিয়েছিলেন তিনি। সুজানা বলেছিলেন, করোনার সময় ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না। প্রসঙ্গত, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে তার দেখা মিলেছে। গত ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। কিন্তু চার মাস পরই বেজে ওঠে ভাঙনের সুর। এরপর সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ২০১৪ সালের আগস্টে বিয়েও করেন তারা। তবে সে বিয়েও টেকেনি। এক বছর না যেতেই বিচ্ছেদ হয় তাদের। হৃদয়ের সঙ্গে বিচ্ছেদের পরই শোবিজ থেকে নিজেকে আড়াল করতে শুরু করেন সুজানা। কয়েক বছর ধরেই একেবারেই ক্যামেরার সামনে দাঁড়ান না।  আরটিভি / এএ 
হাসনাত-সারজিসকে নিয়ে যা বললেন আসিফ আকবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। নতুন বাংলাদেশে নতুন নতুন কর্মসূচি নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তাদের। এতকিছুর মাঝেই এবার তারা দেখা করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে।  সোমবার (২৮ অক্টোবর) হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই। যেখানে তিনি লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট।  এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’ সবশেষ আসিফ বলেন, ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে। প্রসঙ্গত, জুলাইয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলেন আফিস আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।  আরটিভি/এএ