ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দুদিন পর সাইফুলের মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ , ১২:৪০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সাইফুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম। বুধবার সাইফুলের পরিবার ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাইফুল নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে আসছিল। তবে বিজিবির পক্ষ থেকে তখন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান।

তিনি জানান, বিজিবির পক্ষ থেকে নিখোঁজ থাকা সাইফুল ইসলামের বিষয়ে বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বৃহস্পতিবার রাতে মরদেহ হস্তান্তর করেছে তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |