অনলাইনে প্রকাশিত হয়েছে জাজ মিডিয়ার শিকারী ছবির গান ‘উঠ ছুড়ি তোর বিয়ে হবে।’
বিজ্ঞাপন
শনিবার সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়েছে জাজ মাল্টি মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
গানটিতে শাকিব-শ্রাবন্তীকে একটি বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণ নতুন রূপে দেখা গেলো। গানটিতে সাকিবের উপস্থিতি ছিলো শ্রাবন্তীর সঙ্গে পাল্লা দিয়ে। এই গানটিতে শাকিব বরং কোন অংশেই শ্রাবন্তীর চেয়ে কম যাননি।
বিজ্ঞাপন
গানটিতে কন্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও মধুবান্তি। গানটির সঙ্গীতায়োজন সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান।
ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ ও বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত।