জুনে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মধুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। এতে দুর্দান্ত করতে চায় টাইগাররা। এজন্য নিজেদের ঝালিয়ে নিতে মে’তে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ খেলবেন মাশরাফিরা। টুর্নামেন্টে অপর দল নিউজিল্যান্ড। তার অংশ হিসেবে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। তবে সেই ক্যাম্পে থাকবেন না সাকিব-মুস্তাফিজ।
বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন তারা। প্রস্তুতি ক্যাম্প পর্যন্ত সেখানেই থাকবেন বাংলাদেশের দু’তারকা ক্রিকেটার।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, আইপিএল খেলার জন্য ৩ মে পর্যন্ত অনাপত্তিপত্র নিয়েছেন সাকিব। আর চাইলে সেই পর্যন্ত অনাপত্তিপত্র পাবে মুস্তাফিজও। ফলে প্রস্তুতি ক্যাম্পে তাদের না থাকার সম্ভাবনাই বেশি। তবে ওরা ক্যাম্পে থাকলে ভালো হতো। কিন্তু যেহেতু এ দু’জন খেলার মধ্যে থাকবে, সেহেতু ক্যাম্প না করলেও খুব একটা অসুবিধা হবে না।
সাসেক্সে ক্যাম্পের জন্য ২৬ এপ্রিল ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ইংল্যান্ডে ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে টাইগাররা। আর ত্রি-দেশীয় সিরিজ শুরু হবে ১২ মে আয়ারল্যন্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। শেষ হবে ২৪ মে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ মাঠে গড়াবে ১ জুন। শেষ হবে ১৮ জুন। এবার চ্যাম্পয়নস ট্রফি আয়োজন করছে যৌথভাবে ইংল্যান্ড ও ওয়েলস।
ডিএইচ