বাদী জানেই না হত্যা মামলায় আমার নাম আছে: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০১:৫১ পিএম


সাকিব
ছবি: এএফপি

গত বছর ২২ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত গার্মেন্সকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

বিজ্ঞাপন

তবে সাকিব জানিয়েছেন, ‘আমার নামে যে মামলা হয়েছে, বাদী আমার নাম আছে তা জানেই না।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি।

এ মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।

বিজ্ঞাপন

হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব। এমনকি সদ্য শেষ হওয়ার চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নিতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ নিয়ে তিনি বলেন, আমার কাউকে নিয়ে অভিযোগ নেই, কোনো ক্ষোভও নেই। সবার সীমাবদ্ধতা আছে। আমাকে ১৮ বছর দিয়ে বিচার করবেন নাকি গত ৬ মাস দিয়ে এটা আপনার বিষয়। আমার মনে হয় বাংলাদেশের হয়ে খেলার অধিকার আমি রাখি। বেশিরভাগ মানুষই চায় আরও কিছু দিন খেলি এবং দেশের জার্সিতে অবসর নিই। 

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আরও এক দুই বছর আমি খেলতে পারব। সদিচ্ছা থাকলে বিষয়টির সমাধান করা যায়। এবং এটা আসতে হবে শীর্ষ পর্যায় থেকে। আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি আসব। আমার নামে যে মামলা হয়েছে, বাদী আমার নাম আছে তা জানেই না।

আরটিভি/এসআর

 

 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission