গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে ৩৯ হাজার ৯৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার ১৫৯ জনে।
বিজ্ঞাপন
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৬ জন। যা গতকালের তুলনায় ৬৩ জন বেশি। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ১৬ জনের।
এ নিয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ফের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। গত একদিনে দেশটিতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন।
বিজ্ঞাপন
এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগে কাজ করে যাচ্ছে দেশটির সরকার।
সূত্র: এএনআই