ট্রাম্পের তলোয়ার নৃত্য (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২১ মে ২০১৭ , ০২:৩৫ পিএম


ট্রাম্পের তলোয়ার নৃত্য (ভিডিও)

সৌদি আরব সফরে ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্যে অংশ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শনিবার রাতে বাদশাহ সালমানের মুরাব্বা প্রাসাদের বাইরে এতে যোগ দেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পসহ সফর সঙ্গীরা।

এর আগে সকালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ট্রাম্প। দিনভর বিভিন্ন চুক্তি সম্পাদন ও অন্যান্য আনুষ্ঠানিকতার পর রাতে নৈশভোজের আয়োজন ছিল বাদশাহ সালমানের রাজপ্রাসাদে।

বিজ্ঞাপন

তার আগে সৌদি আরবের ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্যে অংশ নেন ট্রাম্প। এসময় ট্রাম্পের পর এক সৌদি কর্মকর্তার পাশেই ছিলেন বাদশাহ সালমান।

নৃত্যে তলোয়ার কাঁধে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ অংশ নিয়েছিলেন। হাতে তলোয়ার ধরা ট্রাম্প এসময় হাসিমুখে বেশ আমুদে মেজাজেই ছিলেন ।

ঐতিহ্যবাহী সৌদি এই তলোয়ারনৃত্য আরদাহ নামে পরিচিত। তবলার তাল এবং কবিতা আবৃত্তি করতে করতে সৌদি পুরুষরা বিয়ে কিংবা কোনো উৎসবে কাঁধে তলোয়ার নিয়ে হালকা চালে এ নৃত্য করেন।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। ট্রাম্পের সফরে সৌদি বাদশা এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আরব ইসলামিক আমেরিকান সামিট' -এ যোগ দিয়ে ইসলামের শান্তিপূর্ণ দিক তুলে ধরেও বক্তব্য রাখবেন ট্রাম্প। দেখা করবেন ৫০টিরও বেশি মুসলিম দেশের নেতাদের সঙ্গে।

ট্রাম্পের সফরের মধ্য দিয়ে রিয়াদ-ওয়াশিংটন সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করছে সৌদি আরব। দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যে আইএস ও আল-কায়েদার মতো জঙ্গিদের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি আরব সমর্থন দিয়ে যাবে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।

ট্রাম্পের সফরকে কেন্দ্র করে সৌদি আরবজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্টের এ সফরকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে সৌদি গণমাধ্যমগুলো।

রাজনৈতিক বিশ্লেষক সালমান আল আনসারি বলেন, 'ট্রাম্পের সৌদি আরব সফরকে খুব ইতিবাচক হিসেবেই দেখছে আমাদের গণমাধ্যমগুলো। আপনি যদি গত কয়েক দিন গণমাধ্যমের খবর লক্ষ্য করে থাকেন, দেখবেন এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আমি মনে করি, ট্রাম্পের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে আবারো গতি ফিরে পাবে। রিয়াদ শুধু সৌদি আরবের রাজধানী নয়, আমি মনে করি,এটি আরব ও মুসলিম বিশ্বের রাজধানী।'

কূটনৈতিক অভিজ্ঞতাবিহীন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এ সফরকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় এ সফর কোনো বিপর্যয় ছাড়া উতরে যেতে পারলে তার সফলতা বলে গণ্য হবে।

৮ দিনের এ সফরে সৌদি আরব ছাড়াও, ইসরাইল, ফিলিস্তিন ভূখণ্ড, বেলজিয়াম, ভ্যাটিকান সিটি ও ইতালির সিসিলি দ্বীপে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে আরো সুসংহত করা। বিশ্ব নেতাদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলা এবং সব ধর্মের মানুষের প্রতি ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়ায় ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে হোয়াইট হাউস।

 

ওয়াই/সি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission