আবারো ধাক্কা খেলো ট্রাম্পের ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৩ জুন ২০১৭ , ০৮:৩১ এএম


আবারো ধাক্কা খেলো ট্রাম্পের ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশ (ভিডিও)

ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আবারো আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে।

বিজ্ঞাপন

এ নিষেধাজ্ঞা বাতিল করে দেয়া আগের একটি রায় বহাল রেখেছে দেশটির একটি আপিল আদালত।

তাতে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করে।

বিজ্ঞাপন

তবে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের ওপর সূক্ষ্ম যাচাই-বাছাই এর ক্ষমতা বহাল রাখা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন- ক্ষমতায় যাবার একশ দিনের মধ্যে তিনি কী কী করবেন।

তার একটি ছিল অভিবাসনের ওপরে কঠোর অবস্থান।

বিজ্ঞাপন

জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ সই করেন তার একটি হলো- ৬টি মুসলিম দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা।

এ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

দেশটিতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছে।

দেশটিতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদও হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এরইমধ্যেই বেশ কবার রুখে দিয়েছেন মার্কিন বেশ ক’জন বিচারক।

এখন নতুন করে আরো একবার ট্রাম্পের আইনি পরাজয় হলো।

এ দফায় হেরে গেলেও এই আইনি লড়াই অবশ্য এখনি শেষ হচ্ছে না।

শেষপর্যন্ত তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে। বিবিসি।

 

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission