ঢাকা

ইয়েমেনে দুই মাসে ৪৭ শিশু নিহত : ইউনিসেফ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ মার্চ ২০২২ , ০৪:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইয়েমেনে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গৃহযুদ্ধে ৪৭ শিশু নিহত হয়েছে। শনিবার (১২ মার্চ) জাতিসংঘ শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ এ কথা জানিয়েছে। এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা। 

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, ইয়েমেনে চলা সহিংসতায় শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। কারণ, ২০১৫ সালের পর কমপক্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছে। এই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট মধ্যপ্রাচ্যর দরিদ্র এই দেশটিতে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে।

ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি ফিলিপ দুয়ামাল এক বিবৃতিতে বলেন, এ বছরের মাত্র প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে। 

বিজ্ঞাপন

জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণসহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

সূত্র : আলজাজিরা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |