ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

শিশুদের ঈদপোশাকে বৈচিত্র্য: এবারের নতুন ট্রেন্ড ও স্টাইল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০৩:০৬ পিএম


loading/img
ছবি: ফ্রিপিক

ঈদ মানেই আনন্দ, আর নতুন পোশাক সেই আনন্দের অবিচ্ছেদ্য অংশ। শিশুদের জন্য ঈদ মানে খুশির জোয়ার, আর সেই আনন্দকে বাড়িয়ে তোলে রঙিন ও ঝলমলে পোশাক। এবারের ঈদে শিশুদের পোশাকে এসেছে নতুন বৈচিত্র্য, আধুনিক ডিজাইন ও আরামদায়ক কাপড়ের সংমিশ্রণ। চলুন জেনে নেওয়া যাক, এবারের ঈদে শিশুদের পোশাকে কী কী নতুনত্ব দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

Capture

ট্রেন্ডি ডিজাইন ও আরামদায়ক পোশাক
শিশুরা পোশাক নিয়ে বেশ আবদার করে, এমনকি যারা কথাও বলতে শেখেনি, তাদেরও সাজানো হয় ভালোবাসায়। এবার ফ্যাশন হাউস ও অনলাইন ব্র্যান্ডগুলো আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে বাহারি ডিজাইনের ঈদপোশাক এনেছে। রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও বাজার ঘুরে দেখা গেছে, শিশুদের পোশাকে এসেছে নানান বৈচিত্র্য।

বিজ্ঞাপন

gdfgf

হালকা কাজ ও মোটিফের ভিন্নতা
এবার শিশুদের পোশাকে হালকা ও আরামদায়ক কাজের চাহিদা বেশি। সুতি, লিনেন, সিল্ক, ভিসকস, মসলিন, রেশমি কাপড়ের পোশাক জনপ্রিয় হচ্ছে। জামার মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে সুতার কাজের ফুল ও লতাপাতা নকশা। এছাড়া ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল ছাপ, চুমকি, কারচুপি ও এমব্রয়ডারি করা পোশাক বেশ চলছে।

রঙের বৈচিত্র্য
গোলাপি, আইস ব্লু, লেমন, সাদা, হলুদ, লালসহ বিভিন্ন শেডের পোশাক বেশি বিক্রি হচ্ছে। যারা একটু জমকালো পোশাক পছন্দ করেন, তারা সফট জর্জেট, সিল্কের পোশাক বেছে নিচ্ছেন।

বিজ্ঞাপন

heel_raises

মেয়েশিশুদের পোশাকে নতুনত্ব
ফ্রকের সঙ্গে সারারা প্যান্ট, কোটি ফ্রক, সালোয়ার–কামিজ, ঘাগড়া চোলির ডিজাইন বেশ জনপ্রিয়। লেহেঙ্গার আদলে তৈরি শিশুদের শাড়িগুলোও ক্রেতাদের নজর কেড়েছে। ঘটিহাতা, টিউলিপহাতা, পাফহাতা, কেপহাতার মতো বাহারি কাট বেশ চলছে। লা রিভ ও আড়ংয়ের পোশাকে দেখা যাচ্ছে এ লাইন, আঙরাখা কাট, নায়রা কাট, বায়াস কাটের বৈচিত্র্য।

464440083_973380011473541_2070863204618457569_n

ছেলেদের পোশাকে উৎসবের ছোঁয়া
ছেলেশিশুদের প্রধান আকর্ষণ পাঞ্জাবি-পায়জামা। এছাড়া কাবলি সেট, শেরওয়ানি সেট, শার্ট, বডি স্যুট, ব্লেজার, কোটি, টুপি ও জিনসের পোশাকও চলছে। দেশীয় নকশার পাশাপাশি মোগল, তুর্কি, আফগানি মোটিফের ছাপ ও সুতার কাজের পোশাক পাওয়া যাচ্ছে। নবজাতকদের জন্য রয়েছে সুতি ফতুয়া, বেবি সেট ও প্যান্ট।

দাম কত?

  • মেয়েশিশুদের পোশাক: লেহেঙ্গা চোলির দাম ১,২০০ টাকা থেকে শুরু। ফিউশন পোশাক ১,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। রেডি শাড়ি ১,৬০০ থেকে ৩,০০০ টাকা। ফ্রক ও টু-পিস ৬০০ থেকে ২,৫০০ টাকা।
  • ছেলেশিশুদের পোশাক: সুতির পাঞ্জাবি ৭০০ টাকা থেকে শুরু, মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে ৫,০০০ টাকা পর্যন্ত। কোটির দাম ৮০০-১,৫০০ টাকা। শার্ট, প্যান্ট, টি-শার্ট ৪০০ টাকা থেকে শুরু।
  • সাশ্রয়ী বিকল্প: নিউমার্কেট, গাউছিয়া মার্কেট ও খোলাবাজারে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, দরদাম করার সুযোগও রয়েছে। সাধ্যের মধ্যে পছন্দসই পোশাক কিনতে চাইলে এসব বাজার ভালো বিকল্প হতে পারে।

শিশুদের ঈদ আনন্দকে আরও রঙিন ও আরামদায়ক করতে পোশাক বেছে নিন সময়ের ট্রেন্ড ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। ঈদ হোক আনন্দময়!

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |