বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বরযাত্রীর বাস খাদে পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন যাত্রী।
রোববার (২৭ মার্চ) ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বাসটি তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে ৫২ জনের বিয়ের বরযাত্রী নিয়ে চিত্তুরের একটি গ্রামে যাচ্ছিল। একপর্যায়ে মধ্যরাতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ বলছে, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার।