রাজধানীতে মামার ইটের আঘাতে ভাগিনা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ায় নিহতের মামার বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ভাগিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মো. সুমন। তিনি বরিশাল জেলার মুলাদি উপজেলার বুয়াইল্লা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন পরিবারের সঙ্গে।
নিহতের ভাই আলমগীর বলেন, আমার ভাই পেশায় একজন সবজি বিক্রেতা ছিল। সকালে সে মামা মোস্তফার বাসায় যায়। পরে সেখানে তর্ক-বিতর্কের জেরে মামা ও তার পরিবারসহ পাঁচজন ভাইয়ের মাথায় ইটের আঘাত করে ও পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঠিক কী কারণে তর্ক-বিতর্ক হয় এবং মামা আমার ভাইকে মারধর করে, তা আমি জানি না। তবে আমি এর বিচার চাই।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরটিভি/আইএম